সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আগামী বছর থেকেই সৈয়দপুর থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে সৈয়দপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যাত্রী ও পণ্য পরিবহনে বাংলাদেশের মানুষের কাছে রেলপথই অন্যতম সহজ ও আরামদায়ক যোগাযোগমাধ্যম। বাংলাদেশকে ভারত, মিয়ানমার চীনসহ আন্তর্জাতিক রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করা হবে। সেই লক্ষ্যে সারা দেশের সব রেলপথ এককেন্দ্রিক অর্থাৎ মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
রেলের উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ রেলওয়ে সারা দেশে ৫৫টি রেলস্টেশনের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সৈয়দপুর স্টেশনে সাধারণ যাত্রীসহ শিশু, অসুস্থ ব্যক্তি ও বৃদ্ধদের ট্রেনে উঠতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ ছাড়া এক্সেস কন্ট্রোল ও প্ল্যাটফর্ম শেড নির্মাণ করা হচ্ছে।
রেল ভ্রমণকারী যাত্রীদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, চিলাহাটি থেকে ঢাকা এবং খুলনা পর্যন্ত ডাবল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ট্রেন হলো জনগণের সম্পদ। রেলওয়ের যাত্রীসেবার মান ও চাহিদা পূরণে জনগণ যা চাইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করে দেবেন। কিন্তু বিনা টিকিটে কেউ ট্রেনে উঠবেন না। কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। টিকিট কালোবাজারি বন্ধ করতে অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা তাঁদের ঘরে বসেই টিকিট কিনতে পারেন। দু-একজনের জন্য যাতে গোটা রেল কর্তৃপক্ষের বদনাম না হয় সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, রেলওয়ে সচিব মো. সেলিম রেজা। এ ছাড়া জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী বছর থেকেই সৈয়দপুর থেকে মোংলা বন্দর পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে সৈয়দপুর-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যাত্রী ও পণ্য পরিবহনে বাংলাদেশের মানুষের কাছে রেলপথই অন্যতম সহজ ও আরামদায়ক যোগাযোগমাধ্যম। বাংলাদেশকে ভারত, মিয়ানমার চীনসহ আন্তর্জাতিক রেল যোগাযোগের সঙ্গে যুক্ত করা হবে। সেই লক্ষ্যে সারা দেশের সব রেলপথ এককেন্দ্রিক অর্থাৎ মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
রেলের উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ রেলওয়ে সারা দেশে ৫৫টি রেলস্টেশনের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সৈয়দপুর স্টেশনে সাধারণ যাত্রীসহ শিশু, অসুস্থ ব্যক্তি ও বৃদ্ধদের ট্রেনে উঠতে যাতে কোনো অসুবিধা না হয়, সে জন্য প্ল্যাটফর্ম উঁচু করা হচ্ছে। এ ছাড়া এক্সেস কন্ট্রোল ও প্ল্যাটফর্ম শেড নির্মাণ করা হচ্ছে।
রেল ভ্রমণকারী যাত্রীদের উদ্দেশে রেলমন্ত্রী বলেন, চিলাহাটি থেকে ঢাকা এবং খুলনা পর্যন্ত ডাবল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ট্রেন হলো জনগণের সম্পদ। রেলওয়ের যাত্রীসেবার মান ও চাহিদা পূরণে জনগণ যা চাইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করে দেবেন। কিন্তু বিনা টিকিটে কেউ ট্রেনে উঠবেন না। কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না। টিকিট কালোবাজারি বন্ধ করতে অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীরা তাঁদের ঘরে বসেই টিকিট কিনতে পারেন। দু-একজনের জন্য যাতে গোটা রেল কর্তৃপক্ষের বদনাম না হয় সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, রেলওয়ে সচিব মো. সেলিম রেজা। এ ছাড়া জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৮ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে