Ajker Patrika

কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুড়িগ্রামে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার রাজারহাট ও উলিপুর থানা-পুলিশ পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুর রহমান মণ্ডল চাঁদ (৫৫)। তিনি রাজারহাট সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামের মৃত আব্দুল কাদের মণ্ডলের ছেলে। অন্যজন হলেন উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ঠাকুরবাড়ী হাজীপাড়া গ্রামের বাসিন্দা এম শফিক পঞ্চু।

চাইলে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সাজেদুর রহমান মণ্ডল চাঁদকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজারহাট থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে শফিক পঞ্চুকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে উলিপুর থানা-পুলিশ। তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত