লালমনিরহাট প্রতিনিধি
আগামী ১০ ডিসেম্বরের পর আতর মেখে মুজিব কোট পরা নেতাদের খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
নিত্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি-দুঃশাসন, খুন, গুম, হত্যা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে লালমনিরহাট সদর উপজেলায় এই জনসভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, ‘খালেদা জিয়া বন্দী মানে আজ দেশের মানুষ বন্দী। গোটা দেশে হাহাকার উঠে গেছে। তাই দেশের মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে। যাঁরা মুজিবকোট পরে আতর মেখে বেড়াচ্ছেন, আগামী ১০ (ডিসেম্বর) তারিখের পর তাঁদের আর খুঁজে পাওয়া যাবে না।’
দুলু বলেন, ‘জেলখানায় খালেদা জিয়াকে রেখে অনেক উপহাস করছেন আওয়ামী লীগ নেতারা। যেদিন আওয়ামী লীগ নেতাদের পায়ে শিকল চড়বে, সেদিন বুঝবে কত ধানে কত চাল। এরই মধ্যে ভাগবাঁটোয়ারা নিয়ে তাঁদের মারামারি শুরু হয়ে গেছে। দলীয় পদ নিয়ে আওয়ামী লীগ নেতারা চেয়ার দিয়ে মারামারি করছেন। দেশের মানুষ বিনা ঘুষে চাকরি চায়, স্বচ্ছন্দে চলাফেরা করতে চায়।’
এ সময় দুলু আরও বলেন, ‘রাতের আঁধারে ক্ষমতায় আসা এই আওয়ামী লীগ সরকারের শাসনামলে একজন খুনির জামিন হয়, ধর্ষণকারীর জামিন হয়, কিন্তু একটা দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন হয় না। বিচার বিভাগকে স্বাধীনের কথা বললেও তারা বিচার বিভাগকে নিজেদের আয়ত্তে রেখে হিংসার রাজত্ব কায়েম করছে।’
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কশাঘাতে সাধারণ মানুষ আজ নিষ্পেষিত। যেদিন তারেক রহমান দেশে আসবেন, সেদিন দেশে ভূমিকম্প হবে। যাঁরা মুজিবকোট পরে আতর মেখে বেড়াচ্ছেন, সেদিন তাঁদের খুঁজে পাওয়া যাবে না। তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাবেন। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির কারণে সারা দেশের মানুষ আজ জেগে উঠতে শুরু করেছে। এ জন্যই আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের কথার সুর পাল্টাতে শুরু করেছে।’
লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ৯টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে বিকেল থেকে সদর উপজেলার ৯টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী আসতে শুরু করেন এবং সন্ধ্যার মধ্যেই বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের মাঠ জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
আগামী ১০ ডিসেম্বরের পর আতর মেখে মুজিব কোট পরা নেতাদের খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত ৮টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
নিত্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি-দুঃশাসন, খুন, গুম, হত্যা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে লালমনিরহাট সদর উপজেলায় এই জনসভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, ‘খালেদা জিয়া বন্দী মানে আজ দেশের মানুষ বন্দী। গোটা দেশে হাহাকার উঠে গেছে। তাই দেশের মানুষ ফুঁসে উঠতে শুরু করেছে। যাঁরা মুজিবকোট পরে আতর মেখে বেড়াচ্ছেন, আগামী ১০ (ডিসেম্বর) তারিখের পর তাঁদের আর খুঁজে পাওয়া যাবে না।’
দুলু বলেন, ‘জেলখানায় খালেদা জিয়াকে রেখে অনেক উপহাস করছেন আওয়ামী লীগ নেতারা। যেদিন আওয়ামী লীগ নেতাদের পায়ে শিকল চড়বে, সেদিন বুঝবে কত ধানে কত চাল। এরই মধ্যে ভাগবাঁটোয়ারা নিয়ে তাঁদের মারামারি শুরু হয়ে গেছে। দলীয় পদ নিয়ে আওয়ামী লীগ নেতারা চেয়ার দিয়ে মারামারি করছেন। দেশের মানুষ বিনা ঘুষে চাকরি চায়, স্বচ্ছন্দে চলাফেরা করতে চায়।’
এ সময় দুলু আরও বলেন, ‘রাতের আঁধারে ক্ষমতায় আসা এই আওয়ামী লীগ সরকারের শাসনামলে একজন খুনির জামিন হয়, ধর্ষণকারীর জামিন হয়, কিন্তু একটা দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন হয় না। বিচার বিভাগকে স্বাধীনের কথা বললেও তারা বিচার বিভাগকে নিজেদের আয়ত্তে রেখে হিংসার রাজত্ব কায়েম করছে।’
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কশাঘাতে সাধারণ মানুষ আজ নিষ্পেষিত। যেদিন তারেক রহমান দেশে আসবেন, সেদিন দেশে ভূমিকম্প হবে। যাঁরা মুজিবকোট পরে আতর মেখে বেড়াচ্ছেন, সেদিন তাঁদের খুঁজে পাওয়া যাবে না। তাঁরা দেশ ছেড়ে পালিয়ে যাবেন। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির কারণে সারা দেশের মানুষ আজ জেগে উঠতে শুরু করেছে। এ জন্যই আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের কথার সুর পাল্টাতে শুরু করেছে।’
লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান ভিপি আনিছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ ৯টি ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে বিকেল থেকে সদর উপজেলার ৯টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী আসতে শুরু করেন এবং সন্ধ্যার মধ্যেই বড়বাড়ী শহীদ আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের মাঠ জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৫ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৬ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগে