Ajker Patrika

১৬ বছরের সংসার ফেলে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, ২০ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২২: ২৭
১৬ বছরের সংসার ফেলে প্রেমিকের সঙ্গে পালাল স্ত্রী, ২০ কেজি দুধ দিয়ে গোসল স্বামীর

১৬ বছর সংসার ফেলে স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী। এমন ঘটনা ঘটছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়। আজ সোমবার দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্যে উড়িয়া গ্রামের নিজ বাড়িতে ২০ কেজি দুধ দিয়ে গোসল করেন সাবেক স্বামী হান্নান মিয়া (৪০)। দুধ দিয়ে গোসল করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আব্দুল হান্নান মিয়া ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্যে উড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর সৌদি আরবে প্রবাসে ছিলেন তিনি। 

দুধ দিয়ে গোসল করার সময় আব্দুল হান্নান বলেন, ‘আইনগতভাবে এই বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সংসার জীবনের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এ কারণে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘আমরা শুনছি, হান্নানের বউ অন্য এক ছেলে সঙ্গে বের হয়ে গেছে। তাই ক্ষোভে দুধ দিয়ে গোসল করছেন। মানুষের মুখে আরও শুনছি, তিনি (হান্নান) নাকি আর বিবাহ করেবেন না।’

জানা গেছে, ১৬ বছর আগে নিজ এলাকার আয়শা নামের এক মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। গত ২২ ডিসেম্বর স্ত্রী আয়েশা তাঁকে ডিভোর্স লেটার পাঠান। এর বেশ কিছুদিন আগেই আয়শা হান্নানের বাড়ি ছেড়ে পালান। হান্নানের ঘরে ১৫ ও ১২ বছরের দুই ছেলে সন্তান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত