Ajker Patrika

নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল পীরগাছায় নৌকার প্রার্থী

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৮: ৩৭
নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল পীরগাছায় নৌকার প্রার্থী

রংপুরের পীরগাছা উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন সরদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে ওই ইউনিয়নের প্রার্থী হিসেবে বিদ্যুৎ কুমার রায়কে নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে এ নিয়ে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। দলের ত্যাগী নেতারা মনোনয়নবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে একজোট হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এ বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা। গতকাল রাতে শাহিন সরদারকে দেওয়া একটি মনোনয়নপত্রের কপি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে থাকেন কর্মী-সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

বিদ্যুৎ কুমার রায়ের সমর্থক জাফর ইকবাল ও মনতাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ কুমার রায়, সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি। কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তিনি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন।

একই কথা বলেন প্রথমে পাওয়া বিদ্যুৎ কুমার রায়। তিনি বলেন, `আমি কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার। আমি মনোনয়ন পাওয়ায় তাঁরা খুশি হননি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মনোনয়ন বাতিল করিয়েছে বলে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি।' 

অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, শাহিন সরদার দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। বিদ্যুৎ কুমার রায় দলের কেউ নন। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছেন।

নতুন করে মনোনয়ন পাওয়া শাহিন সরদার বলেন, `বিদ্যুৎ কুমার বহিরাগত। তিনি দলের কোনো পদে নেই। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। নির্বাচনে আমি জয়লাভ করব।'

এ বিষয়ে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ কুমারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। দলের প্রবীণ নেতাদের অভিযোগের পর বর্তমানে শাহিন সরদারকে দেওয়া মনোনয়ন ঠিক আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত