পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন সরদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে ওই ইউনিয়নের প্রার্থী হিসেবে বিদ্যুৎ কুমার রায়কে নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে এ নিয়ে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। দলের ত্যাগী নেতারা মনোনয়নবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে একজোট হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এ বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা। গতকাল রাতে শাহিন সরদারকে দেওয়া একটি মনোনয়নপত্রের কপি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে থাকেন কর্মী-সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যুৎ কুমার রায়ের সমর্থক জাফর ইকবাল ও মনতাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ কুমার রায়, সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি। কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তিনি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন।
একই কথা বলেন প্রথমে পাওয়া বিদ্যুৎ কুমার রায়। তিনি বলেন, `আমি কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার। আমি মনোনয়ন পাওয়ায় তাঁরা খুশি হননি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মনোনয়ন বাতিল করিয়েছে বলে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি।'
অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, শাহিন সরদার দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। বিদ্যুৎ কুমার রায় দলের কেউ নন। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছেন।
নতুন করে মনোনয়ন পাওয়া শাহিন সরদার বলেন, `বিদ্যুৎ কুমার বহিরাগত। তিনি দলের কোনো পদে নেই। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। নির্বাচনে আমি জয়লাভ করব।'
এ বিষয়ে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ কুমারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। দলের প্রবীণ নেতাদের অভিযোগের পর বর্তমানে শাহিন সরদারকে দেওয়া মনোনয়ন ঠিক আছে।
রংপুরের পীরগাছা উপজেলার ৬নং তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন সরদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে ওই ইউনিয়নের প্রার্থী হিসেবে বিদ্যুৎ কুমার রায়কে নৌকা মার্কার দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে এ নিয়ে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। দলের ত্যাগী নেতারা মনোনয়নবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে একজোট হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ। এ বিষয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগ করেন বঞ্চিত প্রার্থীরা। গতকাল রাতে শাহিন সরদারকে দেওয়া একটি মনোনয়নপত্রের কপি ফেসবুকে ছড়িয়ে পড়ে। পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে থাকেন কর্মী-সমর্থকেরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যুৎ কুমার রায়ের সমর্থক জাফর ইকবাল ও মনতাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ কুমার রায়, সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তি। কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তিনি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবেন।
একই কথা বলেন প্রথমে পাওয়া বিদ্যুৎ কুমার রায়। তিনি বলেন, `আমি কিছু দলীয় নেতা-কর্মীর ষড়যন্ত্রের শিকার। আমি মনোনয়ন পাওয়ায় তাঁরা খুশি হননি। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে আমার মনোনয়ন বাতিল করিয়েছে বলে শুনেছি। এখনো কোনো কাগজপত্র পাইনি।'
অপরদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, শাহিন সরদার দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। বিদ্যুৎ কুমার রায় দলের কেউ নন। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছেন।
নতুন করে মনোনয়ন পাওয়া শাহিন সরদার বলেন, `বিদ্যুৎ কুমার বহিরাগত। তিনি দলের কোনো পদে নেই। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। নির্বাচনে আমি জয়লাভ করব।'
এ বিষয়ে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন বলেন, বিদ্যুৎ কুমারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না। দলের প্রবীণ নেতাদের অভিযোগের পর বর্তমানে শাহিন সরদারকে দেওয়া মনোনয়ন ঠিক আছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
২৩ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৩৬ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
৩৭ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
১ ঘণ্টা আগে