Ajker Patrika

লালমনিরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

লালমনিরহাটে হত্যা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। লালমনিরহাট জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আনসার আলী (৬০) ও আব্দুল মজিদ ওরফে উড়ি মজিদ (৫০)। আনসার আলী লালমনিরহাট সদর উপজেলার কিসামত বিদ্যাবাগিশ এলাকার মৃত ওমর আলীর ছেলে ও আব্দুল মজিদ একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ৮ জানুয়ারি সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে মিঠু প্রফেসরের জমিতে বিদ্যাবাগিস এলাকার শ্রী বিনোদ চন্দ্রের ছেলে স্বপন রায়কে হত্যা করে লাশ ফেলে আসামিরা পালিয়ে যায়। পরদিন নিহতের ভাই গোবিন্দ রায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

দীর্ঘ শুনানীর পর আসামিদের বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারা মোতাবেক অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রায়ে দুই আসামি আনসার আলী ও আব্দুল মজিদকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত। অপর তিন আসামি নরেশ চন্দ্র, ওমিজা বেগম ও মাহবুবার রহমানকে বেকসুর খালাস দেন আদালত। 

সাজাপ্রাপ্ত দুই আসামি আনসার আলী ও আব্দুল মজিদকে কারাগারে পাঠানো হয়েছে। তার হাজতবাসের দিনগুলো সাজা থেকে বাদ যাবে বলেও আদেশে উল্লেখ করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত