Ajker Patrika

ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৭: ৩২
ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম (৩৫) নামের এক অটোবাইকচালকের মৃত্যু হয়েছে। এ সময় শফিকুলকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী পপি বেগম (৩০) গুরুতর আহত হন। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শফিকুল ওই গ্রামের আবদুল মজিদের ছেলে। 

স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার রাতে বাড়ির উঠানে নিজস্ব অটোবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দেন শফিকুল। শনিবার সকালে খাওয়া-দাওয়া সেরে সেটি বের করার সময় অটোবাইকে হাত দেওয়ামাত্রই বিদ্যুতায়িত হন তিনি। এ সময় স্ত্রী পপি বেগম স্বামীকে বাঁচাতে জড়িয়ে ধরলে তিনিও আটকে যান। পরে শফিকুলের বাবা আবদুল মজিদ মেইন সুইস বন্ধ করলে দুজনেই ছিটকে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই শফিকুল মারা যান। গুরুতর আহত পপি বেগমকে প্রথমে ফুলবাড়ী এবং পরে অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত