Ajker Patrika

বোদায় পল্লি চিকিৎসকের ভুল ওষুধে শিশুর মৃত্যু

প্রতিনিধি, বোদা (পঞ্চগড়)
আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৭: ৪৪
বোদায় পল্লি চিকিৎসকের ভুল ওষুধে শিশুর মৃত্যু

বোদায় পল্লি চিকিৎসক রোগ নির্ণয় না করে ওষুধ দেওয়ায় রশিদুল নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঝলইশালশিড়ি ইউনিয়নের চশপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

শিশুটি ওই এলাকার শাহিরুলের ছেলে। এ ঘটনায় শাহিরুলের এক বছরের আরেক শিশুসন্তান বায়েজিদ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

পরিবারের লোকজন বলেন, গত শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক মোতালেবের দোকান থেকে শাহিরুল গ্লোব ফার্মার পল নামের একটি সিরাপ নিয়ে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে দুই শিশুকে সে সিরাপ খাওয়ানো হলে ছোট ছেলে বায়েজিদ বমি করতে থাকে। এর কিছুক্ষণ যেতে না যেতেই মুখ ও নাক দিয়ে ফেনা বের হতে থাকে। অপরদিকে, রশিদুলের অবস্থা খারাপের দিকে যায়। তাৎক্ষণিক তাদের দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রশিদুলকে মৃত ঘোষণা করেন এবং বায়েজিদকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

রশিদুলের বাবা শাহিরুল বলেন, ‘আমার ছেলেরা অসুস্থ হলে কালিয়াগঞ্জ পল্লি চিকিৎসক মোতালেবের পরামর্শে তাঁর দোকান থেকে পল সিরাপ এনে খাওয়াই। এর কিছুক্ষণ পর তাঁদের অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে নেওয়া হলে বড় ছেলে রশিদুলকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকে ওই চিকিৎসক গাঢাকা দিয়েছেন।’

স্থানীয়রা জানান, ওই চিকিৎসক বাজারে দোকান করলেও তাঁর কোনো ওষুধের লাইসেন্স নেই। যদি ওষুধ দেওয়ায় ভুল হয়ে থাকে তাহলে এই সঠিক বিচার দাবি করেন তাঁরা।

এ বিষয়ে চিকিৎসক মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পরিবারের লোকজন আমার কাছে চিকিৎসা নেন। গতকাল ওই দুই শিশুর জ্বরের কথা বললে আমি তাদের জন্য গ্লোব ফার্মার পল সিরাপ দিই।’ 

ঝলইশালশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, মৃত শিশুটি দীর্ঘদিন ধরে রক্তশূন্যতায় ভুগছিল। কিন্তু ওই পরিবার অনেক গরিব হওয়ায় সবার কাছে সহযোগিতা নিয়ে শিশুটির চিকিৎসা চালিয়ে আসছিলেন। সিরাপের কারণে এ মৃত্যু হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা দরকার বলেও জানান তিনি।

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আমরা শিশুর ময়নাতদন্তের জন্য পঞ্চগড়ে পাঠিয়েছি। সিরাপটি জব্দ করে থানায় আনা হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত