Ajker Patrika

ম্যাগাজিনসহ ৯টি গুলি পড়ে ছিল সড়কে

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২২, ১৬: ৩৯
ম্যাগাজিনসহ ৯টি গুলি পড়ে ছিল সড়কে

কুড়িগ্রামের রাজারহাটে সড়কের ওপর পলিথিনে মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ ৯টি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার দেবিচরণ এলাকায় অনিকা ফিলিং স্টেশনসংলগ্ন রাজারহাট-তিস্তা সড়ক থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, পলিথিনে মোড়া অবস্থায় সড়কে পড়ে থাকা একটি প্যাকেট থেকে রাজারহাট থানা-পুলিশের টহলদল গুলিগুলো উদ্ধার করে। গুলি ও ম্যাগাজিনের সঙ্গে একটি চার্জারও রয়েছে। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের। তবে এগুলো এলএমজিতেও ব্যবহার করা হয়। 

রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিগুলো কেউ বহন করার সময় অজ্ঞাতসারে সড়কে ফেলে গিয়ে থাকতে পারে। এর সঙ্গে জড়িত এবং গুলিগুলো কোথায় থেকে কী উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত