Ajker Patrika

আপিলে মনোনয়ন ফিরে পেলেন ২২ কাউন্সিলর

রংপুর প্রতিনিধি
আপিলে মনোনয়ন ফিরে পেলেন ২২ কাউন্সিলর

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। এতে ৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আপিলের পর সেই ৩৬ জন কাউন্সিলরের ২২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। 

আজ বুধবার বিকেলে রসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। 

যাচাই-বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ করে সাধারণ কাউন্সিলর পদে ১৬৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

এ ছাড়া মনোনয়নপত্রে ত্রুটি না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিশ, জাকের পার্টি ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এরপর রসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটিপূর্ণ মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া ৩৬ জনের মধ্যে ৩৩ জন আপিল করেন। 

বুধবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানি শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধতা পায়। অপরদিকে আপিলের পরও ১২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

রসিক নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, যাচাই-বাছাই শেষে ৩৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৩৩ জন আপিল করেন। আপিল শুনানি শেষে ২২ জনের মনোনয়ন বৈধতা পায়। ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত