Ajker Patrika

দিনাজপুরের স্বপ্নপুরীতে ২য় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৭
দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জে চিত্তবিনোদন পার্ক স্বপ্নপুরীতে দ্বিতীয় দফা অভিযান চালিয়েছে ঢাকা বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এতে চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা ৫৫টি প্রাণীর মধ্যে ৫১টি সরিয়ে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বন্য প্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিক।

এর আগে গত ২৬ জানুয়ারি প্রথম দফায় অভিযান চালিয়ে স্বপ্নপুরী পার্কের চিড়িয়াখানা থেকে ২২ প্রজাতির ৭৪টি বন্য প্রাণী জব্দ করে বন বিভাগ। এর মধ্যে ১৯টি প্রাণী সরিয়ে নিলেও ৫৫ প্রাণী চিড়িয়াখানার কিউরেটরের জিম্মায় রাখা হয়েছিল।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক আজকের পত্রিকাকে জানান, দিনাজপুরের স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে রাখা বন্য প্রাণী জব্দ করতে গতকাল দ্বিতীয় ধাপে অভিযান চালানো হয়।

অভিযানে ৫৫ বন্য প্রাণীর মধ্যে ২৮টি প্রাণী (১৭টি সাম্বার হরিণ, পাঁচটি মায়া হরিণ, পাঁচটি রাজ ধনেশ ও একটি পাকড়াও ধনেশ) কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক এবং পাঁচটি এশিয়াটিক কালো ভালুক গাজীপুরের সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাকি ২২টির মধ্যে চারটি কুমির স্বপ্নপুরীতে পালনের অনুমতি দেওয়া হয় এবং ১৮টি প্রাণী (১১টি বানর, ৩টি শজারু, ৩টি কচ্ছপ ও ১টি ভোঁদড়) নিকটস্থ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

সামাজিক বন বিভাগ দিনাজপুরের সহকারী বন সংরক্ষক মোছা নুরুন্নাহার জানান, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্য প্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ।

দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

বন অধিদপ্তর সব অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে বন্য প্রাণী আটকে রাখার তথ্য নিকটস্থ বন বিভাগ বা বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুরের স্বপ্নপুরীতে দ্বিতীয় দফায় ৫৫ প্রাণী জব্দ, চিড়িয়াখানা বন্ধ ঘোষণা। ছবি: আজকের পত্রিকা

এ সময় বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো. সাদেকুল ইসলাম, গাজীপুর সাফারি পার্কের কর্মকর্তা শেখ জসিমসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত