নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।
বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
দিনাজপুরের নবাবগঞ্জে বিপ্লব মিয়া (২৬) নামে গরুর খামারের এক শ্রমিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে ১১টি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, গুলি সংরক্ষক ম্যাগাজিন ও বেশ কিছু দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানা-পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আজিবরপাড়া এলাকা থেকে তাঁকে আটক হয়।
বিপ্লব মিয়া ওই গ্রামের আহাদ আলীর ছেলে। তিনি দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের গরুর খামারে শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সেভেন হর্স ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ, সেনাবাহিনীর মধ্যপাড়া আর্মি ক্যাম্পের অধিনায়ক রায়হান-উল-হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানসহ পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এ অভিযান পরিচালিত হয়।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ‘আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার শিবপুর অ্যাগ্রো ফার্মসের ভেতরে গরুর খামারসংলগ্ন পুকুরের উত্তর পার্শ্বে আমবাগান ও বরইবাগানের মধ্যবর্তী স্থানে মেহগনিগাছের গোড়ায় মাটির নিচ থেকে একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল, ১১টি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিপ্লব মিয়ার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
এদিকে অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার কাছে নিজের নিরাপত্তার জন্য পাঁচটি বৈধ অস্ত্র ছিল, সেগুলো থানা ও সংশ্লিষ্ট দোকানে জমা দিয়েছি।’ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
২ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৪৪ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে