গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনের নিচে লাফ দিয়ে সাকিল খান (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। অভিযোগ উঠেছে, শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাভ দেওয়ার আগে ফেসবুকে লাইভ শ্বশুরবাড়ির নির্যাতনের কথা বলে ওই যুবক।
আজ শনিবার বিকেলে জেলা শহরের ২ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটায়।
শাকিল মিয়া উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগমানপুর (বালুয়া হাসপাতাল) গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে রংপুর এক্সপ্রেস নামের একটি ট্রেন রংপুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে গাইবান্ধা শহরে ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে লাফ দেন সাকিল। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতের স্বজনেরা জানান, আজ থেকে এক মাস আগে শাকিল প্রেম করে বিয়ে করেন প্রতিবেশী শাহিন মিয়ার মেয়ে শারমিন আক্তারকে। কিন্তু বিয়ের পর শাকিলকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না শারমিনের পরিবার। উল্টো শারমিনকে ছেড়ে দেওয়ার জন্য নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে শাকিলের গায়ে হাত তোলেন শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলেও জানান তাঁরা।
নিহতের মামা মাসুম মিয়া বলেন, ‘বিদেশ যাওয়ায় জন্য পাসপোর্ট, ভিসা সব রেডি হয়েছিল। এক মাসের মধ্যেই বিদেশ যাওয়ার কথা ছিল। কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচার, নির্যাতনে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে শাকিল।’
নিহতের বড় ভাই সৌরভ মিয়া বলেন, ‘তাদের (মেয়ের পরিবার) মীমাংসার কথা বলায় আজ সকালে শাকিল এবং আমাকেও মারধর করেছে শ্বশুর শাহিন ও তাঁর লোকজন। এভাবে আমার ভাইকে হারাব চিন্তাও করিনি। ওদের অত্যাচারেই শাকিল আত্মহত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশিবুজ্জামান সাথী সরদার বলেন, প্রায় এক মাস আগে প্রতিবেশী শাহীন মিয়ার মেয়ের সঙ্গে শাকিলের বিয়ে হয়। এই বিয়েকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে আজ বিকেলের দিকে ট্রেনে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করছে বলে শোনা যাচ্ছে।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন পুলিশের উপপরিদর্শক সেতাফুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনের নিচে লাফ দিয়ে সাকিল খান (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। অভিযোগ উঠেছে, শ্বশুরবাড়ির লোকজনের মারধরের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাভ দেওয়ার আগে ফেসবুকে লাইভ শ্বশুরবাড়ির নির্যাতনের কথা বলে ওই যুবক।
আজ শনিবার বিকেলে জেলা শহরের ২ নম্বর রেলগেটে এ ঘটনা ঘটায়।
শাকিল মিয়া উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগমানপুর (বালুয়া হাসপাতাল) গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে রংপুর এক্সপ্রেস নামের একটি ট্রেন রংপুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে গাইবান্ধা শহরে ২ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের নিচে লাফ দেন সাকিল। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
নিহতের স্বজনেরা জানান, আজ থেকে এক মাস আগে শাকিল প্রেম করে বিয়ে করেন প্রতিবেশী শাহিন মিয়ার মেয়ে শারমিন আক্তারকে। কিন্তু বিয়ের পর শাকিলকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না শারমিনের পরিবার। উল্টো শারমিনকে ছেড়ে দেওয়ার জন্য নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে শাকিলের গায়ে হাত তোলেন শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলেও জানান তাঁরা।
নিহতের মামা মাসুম মিয়া বলেন, ‘বিদেশ যাওয়ায় জন্য পাসপোর্ট, ভিসা সব রেডি হয়েছিল। এক মাসের মধ্যেই বিদেশ যাওয়ার কথা ছিল। কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচার, নির্যাতনে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে শাকিল।’
নিহতের বড় ভাই সৌরভ মিয়া বলেন, ‘তাদের (মেয়ের পরিবার) মীমাংসার কথা বলায় আজ সকালে শাকিল এবং আমাকেও মারধর করেছে শ্বশুর শাহিন ও তাঁর লোকজন। এভাবে আমার ভাইকে হারাব চিন্তাও করিনি। ওদের অত্যাচারেই শাকিল আত্মহত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশিবুজ্জামান সাথী সরদার বলেন, প্রায় এক মাস আগে প্রতিবেশী শাহীন মিয়ার মেয়ের সঙ্গে শাকিলের বিয়ে হয়। এই বিয়েকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে আজ বিকেলের দিকে ট্রেনে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করছে বলে শোনা যাচ্ছে।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন পুলিশের উপপরিদর্শক সেতাফুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
সিলেটের বিখ্যাত সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় সরকারি প্রতিষ্ঠানসহ ৫১ ব্যক্তি ও সংস্থার সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও (৪ জন; ৫ আগস্টের পর দায়িত্ব পালনকারী), ওসি, বিজিবির সদস্য ও স্থানীয় বিএনপি, জামায়াত...
১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে ক্লাস নিয়েছেন কয়েক বছর। তবে এরপর হঠাৎ অনুপস্থিত। পরে জানা গেছে, বিদেশে পাড়ি জমিয়েছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে মৌলভীবাজারে। এমন শিক্ষকের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি চাকরি না ছেড়ে এভাবে বিদেশে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ৪৮ জনকে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
৩ ঘণ্টা আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
৩ ঘণ্টা আগে