কুড়িগ্রাম প্রতিনিধি
পূর্ব ঘোষণা অনুযায়ী ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ কুড়িগ্রামে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। তবে এ কর্মসূচিতেও দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয় কুড়িগ্রাম জেলা কমিটির দুই দল।
আজ বৃহস্পতিবার দুপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কুড়িগ্রাম কার্যালয়ের সামনে পৃথক পৃথক এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুই দল নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়।
দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে তাঁর দলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন—সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে লোডশেডিং থেকে জনদুর্ভোগ কমাতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় দলটি।
রানা গ্রুপের অবস্থান কর্মসূচি শেষে একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের নেতৃত্বাধীন আরেকটি দল। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে এই দলের নেতা-কর্মীরা নেসকোর সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এ দেশের জনগণের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে জন দুর্ভোগ লাঘবের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।’
কর্মসূচি পালনে দলীয় বিভক্তির বিষয়ে সাইফুর রহমান রানা বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সফল করা হবে। আর কোন গ্রুপ কর্মসূচি পালন করেছে আমার জানা নেই।’
বিভক্তি নিয়ে আন্দোলন ও জনগণকে সংগঠিত করা সম্ভব কিনা—এমন প্রশ্নে রানা বলেন, ‘অন্য যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপি নয়। যার গ্রুপ বলা হয়েছে তিনি কোনো কর্মসূচিতে অংশ নেন না। সুতরাং তারা দলের কেউ নয়, ওটা একটা কোম্পানির গ্রুপ।’
কর্মসূচিতে আরেকটি দলের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
তবে তাঁর অনুসারী আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড় দলে গ্রুপিং থাকবে। তবে রানা সাহেব যাদের নিয়ে গ্রুপ করেন তাদের অধিকাংশ মাদকাসক্ত, বিভ্রান্ত। তাঁরা কেউ পরিচ্ছন্ন রাজনীতি করেন না। জেলা সভাপতি পরিচ্ছন্ন রাজনীতি করেন। তাঁর অনুসারীদের নিয়ে কোনো বিতর্ক নেই। দলের মূল চালিকাশক্তি যে নেতা-কর্মীরা তাঁরা সবাই এ গ্রুপে আছেন।’
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, দলটির প্রতিনিধিরা আমার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাঁরা মূলত চলমান লোডশেডিং নিয়ে এ স্মারকলিপি দিয়েছেন।
কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের তথ্যমতে, প্রতিষ্ঠানটির আওতাধীন কুড়িগ্রাম শহর এলাকায় মোট ১২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। তবে তারা মাত্র ৬ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছে। ফলে এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
এর বাইরে স্ক্যাডা অপারেশনের ফলে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বলে নেসকো সূত্রে জানা গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ কুড়িগ্রামে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। তবে এ কর্মসূচিতেও দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয় কুড়িগ্রাম জেলা কমিটির দুই দল।
আজ বৃহস্পতিবার দুপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কুড়িগ্রাম কার্যালয়ের সামনে পৃথক পৃথক এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুই দল নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়।
দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে তাঁর দলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন—সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে লোডশেডিং থেকে জনদুর্ভোগ কমাতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় দলটি।
রানা গ্রুপের অবস্থান কর্মসূচি শেষে একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের নেতৃত্বাধীন আরেকটি দল। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে এই দলের নেতা-কর্মীরা নেসকোর সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এ দেশের জনগণের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে জন দুর্ভোগ লাঘবের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।’
কর্মসূচি পালনে দলীয় বিভক্তির বিষয়ে সাইফুর রহমান রানা বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সফল করা হবে। আর কোন গ্রুপ কর্মসূচি পালন করেছে আমার জানা নেই।’
বিভক্তি নিয়ে আন্দোলন ও জনগণকে সংগঠিত করা সম্ভব কিনা—এমন প্রশ্নে রানা বলেন, ‘অন্য যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপি নয়। যার গ্রুপ বলা হয়েছে তিনি কোনো কর্মসূচিতে অংশ নেন না। সুতরাং তারা দলের কেউ নয়, ওটা একটা কোম্পানির গ্রুপ।’
কর্মসূচিতে আরেকটি দলের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
তবে তাঁর অনুসারী আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড় দলে গ্রুপিং থাকবে। তবে রানা সাহেব যাদের নিয়ে গ্রুপ করেন তাদের অধিকাংশ মাদকাসক্ত, বিভ্রান্ত। তাঁরা কেউ পরিচ্ছন্ন রাজনীতি করেন না। জেলা সভাপতি পরিচ্ছন্ন রাজনীতি করেন। তাঁর অনুসারীদের নিয়ে কোনো বিতর্ক নেই। দলের মূল চালিকাশক্তি যে নেতা-কর্মীরা তাঁরা সবাই এ গ্রুপে আছেন।’
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, দলটির প্রতিনিধিরা আমার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাঁরা মূলত চলমান লোডশেডিং নিয়ে এ স্মারকলিপি দিয়েছেন।
কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের তথ্যমতে, প্রতিষ্ঠানটির আওতাধীন কুড়িগ্রাম শহর এলাকায় মোট ১২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। তবে তারা মাত্র ৬ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছে। ফলে এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
এর বাইরে স্ক্যাডা অপারেশনের ফলে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বলে নেসকো সূত্রে জানা গেছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে