কুড়িগ্রাম প্রতিনিধি
পূর্ব ঘোষণা অনুযায়ী ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ কুড়িগ্রামে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। তবে এ কর্মসূচিতেও দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয় কুড়িগ্রাম জেলা কমিটির দুই দল।
আজ বৃহস্পতিবার দুপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কুড়িগ্রাম কার্যালয়ের সামনে পৃথক পৃথক এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুই দল নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়।
দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে তাঁর দলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন—সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে লোডশেডিং থেকে জনদুর্ভোগ কমাতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় দলটি।
রানা গ্রুপের অবস্থান কর্মসূচি শেষে একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের নেতৃত্বাধীন আরেকটি দল। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে এই দলের নেতা-কর্মীরা নেসকোর সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এ দেশের জনগণের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে জন দুর্ভোগ লাঘবের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।’
কর্মসূচি পালনে দলীয় বিভক্তির বিষয়ে সাইফুর রহমান রানা বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সফল করা হবে। আর কোন গ্রুপ কর্মসূচি পালন করেছে আমার জানা নেই।’
বিভক্তি নিয়ে আন্দোলন ও জনগণকে সংগঠিত করা সম্ভব কিনা—এমন প্রশ্নে রানা বলেন, ‘অন্য যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপি নয়। যার গ্রুপ বলা হয়েছে তিনি কোনো কর্মসূচিতে অংশ নেন না। সুতরাং তারা দলের কেউ নয়, ওটা একটা কোম্পানির গ্রুপ।’
কর্মসূচিতে আরেকটি দলের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
তবে তাঁর অনুসারী আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড় দলে গ্রুপিং থাকবে। তবে রানা সাহেব যাদের নিয়ে গ্রুপ করেন তাদের অধিকাংশ মাদকাসক্ত, বিভ্রান্ত। তাঁরা কেউ পরিচ্ছন্ন রাজনীতি করেন না। জেলা সভাপতি পরিচ্ছন্ন রাজনীতি করেন। তাঁর অনুসারীদের নিয়ে কোনো বিতর্ক নেই। দলের মূল চালিকাশক্তি যে নেতা-কর্মীরা তাঁরা সবাই এ গ্রুপে আছেন।’
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, দলটির প্রতিনিধিরা আমার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাঁরা মূলত চলমান লোডশেডিং নিয়ে এ স্মারকলিপি দিয়েছেন।
কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের তথ্যমতে, প্রতিষ্ঠানটির আওতাধীন কুড়িগ্রাম শহর এলাকায় মোট ১২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। তবে তারা মাত্র ৬ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছে। ফলে এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
এর বাইরে স্ক্যাডা অপারেশনের ফলে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বলে নেসকো সূত্রে জানা গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ কুড়িগ্রামে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। তবে এ কর্মসূচিতেও দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয় কুড়িগ্রাম জেলা কমিটির দুই দল।
আজ বৃহস্পতিবার দুপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের কুড়িগ্রাম কার্যালয়ের সামনে পৃথক পৃথক এ অবস্থান কর্মসূচি পালন করে। পরে দুই দল নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয়।
দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার নেতৃত্বে তাঁর দলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তব্য দেন—সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে লোডশেডিং থেকে জনদুর্ভোগ কমাতে নেসকোর নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেয় দলটি।
রানা গ্রুপের অবস্থান কর্মসূচি শেষে একই স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা বিএনপির সভাপতি তাসভীরুল ইসলামের নেতৃত্বাধীন আরেকটি দল। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে এই দলের নেতা-কর্মীরা নেসকোর সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল ইহসান প্রমুখ। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘এ দেশের জনগণের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে জন দুর্ভোগ লাঘবের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি।’
কর্মসূচি পালনে দলীয় বিভক্তির বিষয়ে সাইফুর রহমান রানা বলেন, ‘জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন সফল করা হবে। আর কোন গ্রুপ কর্মসূচি পালন করেছে আমার জানা নেই।’
বিভক্তি নিয়ে আন্দোলন ও জনগণকে সংগঠিত করা সম্ভব কিনা—এমন প্রশ্নে রানা বলেন, ‘অন্য যারা কর্মসূচি পালন করেছে তারা বিএনপি নয়। যার গ্রুপ বলা হয়েছে তিনি কোনো কর্মসূচিতে অংশ নেন না। সুতরাং তারা দলের কেউ নয়, ওটা একটা কোম্পানির গ্রুপ।’
কর্মসূচিতে আরেকটি দলের নেতৃত্বদানকারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
তবে তাঁর অনুসারী আরেক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বড় দলে গ্রুপিং থাকবে। তবে রানা সাহেব যাদের নিয়ে গ্রুপ করেন তাদের অধিকাংশ মাদকাসক্ত, বিভ্রান্ত। তাঁরা কেউ পরিচ্ছন্ন রাজনীতি করেন না। জেলা সভাপতি পরিচ্ছন্ন রাজনীতি করেন। তাঁর অনুসারীদের নিয়ে কোনো বিতর্ক নেই। দলের মূল চালিকাশক্তি যে নেতা-কর্মীরা তাঁরা সবাই এ গ্রুপে আছেন।’
নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম বলেন, দলটির প্রতিনিধিরা আমার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাঁরা মূলত চলমান লোডশেডিং নিয়ে এ স্মারকলিপি দিয়েছেন।
কুড়িগ্রাম নেসকো কার্যালয়ের তথ্যমতে, প্রতিষ্ঠানটির আওতাধীন কুড়িগ্রাম শহর এলাকায় মোট ১২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। তবে তারা মাত্র ৬ মেগাওয়াট বরাদ্দ পাচ্ছে। ফলে এক ঘণ্টা পর পর লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি।
এর বাইরে স্ক্যাডা অপারেশনের ফলে বিদ্যুৎ ঘাটতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে বলে নেসকো সূত্রে জানা গেছে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে