ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটাক্ষ করে বলেন, ‘স্মার্ট স্মার্ট বলতে বলতে মঞ্চ ভেঙে পড়ে। আওয়ামী লীগ ভেঙে পড়েছে, আওয়ামী লীগের মঞ্চ আর জোড়া নেবে না।’
আজ শনিবার বিকেলে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির পদযাত্রা ও সমাবেশে এ সব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগ বিনা ভোটের সরকার, অবৈধ ভোট চুরির সরকার, ভোট ডাকাতির সরকার, অনির্বাচিত সরকার। এই জন্যই জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই।’
আমানউল্লাহ আরও বলেন, ‘এই সরকারের জনগণের প্রতি কোনো দরদ নেই, কোনো সহমর্মিতা নেই, কারণ তারা জনগণের ভোটে হয় নাই। আগের মতো বিনা ভোটে ক্ষমতায় থাকার স্বপ্ন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার।’
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আমান উল্লাহ আমানের নেতৃত্বে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের পদত্যাগী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ প্রমুখ বক্তব্য দেন।
এদিকে একই দিনে শান্তি সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। শনিবার দলটির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু প্রমুখ। সমাবেশে জেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটাক্ষ করে বলেন, ‘স্মার্ট স্মার্ট বলতে বলতে মঞ্চ ভেঙে পড়ে। আওয়ামী লীগ ভেঙে পড়েছে, আওয়ামী লীগের মঞ্চ আর জোড়া নেবে না।’
আজ শনিবার বিকেলে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির পদযাত্রা ও সমাবেশে এ সব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগ বিনা ভোটের সরকার, অবৈধ ভোট চুরির সরকার, ভোট ডাকাতির সরকার, অনির্বাচিত সরকার। এই জন্যই জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই।’
আমানউল্লাহ আরও বলেন, ‘এই সরকারের জনগণের প্রতি কোনো দরদ নেই, কোনো সহমর্মিতা নেই, কারণ তারা জনগণের ভোটে হয় নাই। আগের মতো বিনা ভোটে ক্ষমতায় থাকার স্বপ্ন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার।’
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে আমান উল্লাহ আমানের নেতৃত্বে পদযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, ঠাকুরগাঁও-৩ আসনের পদত্যাগী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ প্রমুখ বক্তব্য দেন।
এদিকে একই দিনে শান্তি সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। শনিবার দলটির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়। বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শান্তি সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু প্রমুখ। সমাবেশে জেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।
লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৩ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৩ ঘণ্টা আগেঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৪ ঘণ্টা আগেসিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
৪ ঘণ্টা আগে