Ajker Patrika

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ

নীলফামারী প্রতিনিধি
নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল। ছবি: আজকের পত্রিকা
নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল। ছবি: আজকের পত্রিকা

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ বা স্থানান্তরের ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীদের ব্যানারে আজ বৃহস্পতিবার শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এই প্রতিষ্ঠান নীলফামারীবাসীর বহুদিনের স্বপ্ন। এটি বন্ধ করে দেওয়া বা অন্য জেলায় স্থানান্তরের চেষ্টা করা হলে তাঁরা তীব্র আন্দোলন গড়ে তুলবেন। নীলফামারীর মানুষ তাঁদের অধিকার রক্ষার জন্য রাস্তায় নামতে প্রস্তুত।

আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত কলেজের স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবি জানান। যাতে নীলফামারীর জনগণ চিকিৎসা ও শিক্ষার পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানান, তাঁরা নীলফামারী মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেবেন না এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে পিছপা হবেন না।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ আগস্ট নীলফামারী মেডিকেল কলেজসহ চারটি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেয় সরকার। পরে ৩০ আগস্ট নীলফামারী মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ অনুমোদন পায়। একই বছরের ২২ সেপ্টেম্বর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম শাহ। পরে ১৫ অক্টোবর প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয় এবং ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি নীলফামারী ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবনে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত