Ajker Patrika

প্রায় পাঁচ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দর দিয়ে বিমান চলাচল শুরু

নীলফামারী প্রতিনিধি
প্রায় পাঁচ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দর দিয়ে বিমান চলাচল শুরু

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় পাঁচ ঘণ্টা পর বিমান উঠানামা চালু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ২টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা কম থাকায় সকাল ৯টা থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে জানান, আজ সকাল ৯টার দিকে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। দুপুর ১২টায় দৃষ্টিসীমা বেড়ে দাঁড়ায় ৮০০ মিটার। পরবর্তী সময়ে কুয়াশা কেটে গেলে পৌনে ২টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

ইনচার্জ আরও জানান, আজ সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। অপরদিকে, নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শীতের তীব্রতায় এ অঞ্চলের জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষজন।

এ বিষয়ে জেলার ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায় আজকের পত্রিকাকে জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত