Ajker Patrika

নবাবগঞ্জের ৯ ইউনিয়নে নৌকার জয় নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৩: ২০
নবাবগঞ্জের ৯ ইউনিয়নে নৌকার জয় নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ

দিনাজপুরের নবাবগঞ্জে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার ৯ প্রার্থীর জয় নিশ্চিত করতে নেতাকর্মীরা এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে বেড়াচ্ছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন কর্মী-সমর্থকেরা। 

জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে লড়ছেন উপজেলার ১ নম্বর জয়পুর ইউপির আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. আইনুল হক চৌধুরী, ২ নম্বর বিনোদননগর ইউপির মো. ছানোয়ার রহমান, ৩ নম্বর গোলাপগঞ্জ ইউপির মো. মোশারফ হোসেন, ৪ নম্বর শালখুরিয়া ইউপির মো. মশিউর রহমান, ৫ নম্বর পুঁটিমারা ইউপির মো. সরোয়ার হোসেন, ৬ নম্বর ভাদুরিয়া ইউপির মো. বাবুল আহসানুল কবির শামীম, ৭ নম্বর দাউদপুর ইউপির আবদুল্লাহেল আজিম, ৮ নম্বর মাহমুদপুর ইউপির মো. আমির হোসেন ও ৯ নম্বর কুচদহ ইউনিয়নের প্রার্থী আবু শাহাদাত মো. সায়েম আলী। 

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া বলেন, `৯ ইউনিয়নের নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করে দিনরাত কাজ করে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দু-একটি ইউপি ছাড়া সব কয়টাতেই নৌকার অবস্থান ভালো। প্রচারণার শেষ দিন অবধি নেতাকর্মীরা এই ইমেজ ধরে রাখতে পারলে নৌকার বিজয় হবে বলে আশা করছি।' 

নবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, `এ উপজেলায় আসন্ন ইউপি নির্বাচনে ৯ ইউনিয়নে নৌকার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় আওয়ামী লীগের সভাপতি সাংসদ শিবলী সাদিক এবং আমি উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও দলের বেশ কিছু নেতাকর্মী নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করছেন। এতে ৯ ইউনিয়নে নৌকার বিজয় আনা কঠিন হয়ে পড়েছে। তার পরও দলের ত্যাগী নেতাকর্মীরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।' 

মো. আতাউর রহমান আরও বলেন, `আমি নিজেও বিভিন্ন ইউনিয়নে নৌকার সমাবেশে ভোট প্রার্থনা করছি। আশা করি ভোটাররা উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করবেন।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত