রংপুর প্রতিনিধি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘বাজার মনিটরিংয়ে আমাদের লোকজন যখন আসেন, তখন সব ঠিকঠাক। চলে গেলেই পণ্যের দাম বাড়ে। এ জন্য আমরা বলি ব্যবসায়ী কমিটির এনগেজমেন্ট দরকার। বাজার মনিটরিংয়ের পর পণ্যের দাম বেড়ে গেলে সে দায় তো ব্যবসায়ী নেতৃবৃন্দের।’
আজ শনিবার (৩০ মার্চ) সকালে সাড়ে ১০টায় রংপুর সিটি বাজারে বাজার মনিটরিং ও পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় কারওয়ান বাজারে ব্যবসায়ী কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন জানিয়ে ভোক্তার ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আজ আমরা এখানে পণ্যের যেসব দাম দেখলাম এটি যদি পরে বেড়ে যায়, সে দায়িত্ব ব্যবসায়ী নেতৃবৃন্দের। তাঁরা না চাইলে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে না। দেশে হাজার হাজার বাজার আছে। সেগুলো পাহারা দিয়ে রাখা সম্ভব না। ভোক্তা বিএসটিআইয়ের যে লজিস্টিক সাপোর্ট আছে, তা দিয়েও সম্ভব না।’
নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্যের দাম কমছে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, ‘বাজার মনিটরিংয়ের ফলে ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায়, ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নিয়মিত মনিটরিংয়ের কারণে এটা সম্ভব হয়েছে। ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়ত।’
মিডিয়ায় দ্রব্যমূল্যের উচ্চমূল্য প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয় প্রচার হয় না। ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ করে জানিয়ে এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ‘রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। আমরা বাজারে আসলে দাম কমে, চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। একইভাবে অন্যান্য জেলায় এই মনিটরিং করা হচ্ছে। তবে দাম কমার খবরও সাংবাদিকদের প্রচার করতে হবে। এতে সচেতনতা সৃষ্টি হবে। অসাধু ব্যবসায়ীর সুযোগ পাবে না।’
প্রতিটি জেলায় ভেজাল ও নকল প্রতিরোধে কাজ করছেন জানিয়ে ভোক্তার ডিজি বলেন, ‘রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ড্রামে রাখার কারণে কোনটা সয়াবিন তেল আর কোনটা পাম ওয়েল সেটা বোঝা মুশকিল। এই সব বিষয় নিয়ে কাজ করছি।’
সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট দুজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ অন্যান্য কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘বাজার মনিটরিংয়ে আমাদের লোকজন যখন আসেন, তখন সব ঠিকঠাক। চলে গেলেই পণ্যের দাম বাড়ে। এ জন্য আমরা বলি ব্যবসায়ী কমিটির এনগেজমেন্ট দরকার। বাজার মনিটরিংয়ের পর পণ্যের দাম বেড়ে গেলে সে দায় তো ব্যবসায়ী নেতৃবৃন্দের।’
আজ শনিবার (৩০ মার্চ) সকালে সাড়ে ১০টায় রংপুর সিটি বাজারে বাজার মনিটরিং ও পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় কারওয়ান বাজারে ব্যবসায়ী কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন জানিয়ে ভোক্তার ডিজি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আজ আমরা এখানে পণ্যের যেসব দাম দেখলাম এটি যদি পরে বেড়ে যায়, সে দায়িত্ব ব্যবসায়ী নেতৃবৃন্দের। তাঁরা না চাইলে দাম স্বাভাবিক পর্যায়ে আসবে না। দেশে হাজার হাজার বাজার আছে। সেগুলো পাহারা দিয়ে রাখা সম্ভব না। ভোক্তা বিএসটিআইয়ের যে লজিস্টিক সাপোর্ট আছে, তা দিয়েও সম্ভব না।’
নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে দ্রব্যমূল্যের দাম কমছে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, ‘বাজার মনিটরিংয়ের ফলে ৮০০ টাকার তরমুজ আজকে ২০০ টাকা বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৮০০ টাকা থেকে ৫৯৫ টাকায়, ১০০ টাকার বেগুন ৩০ টাকায় বিক্রি হচ্ছে। নিয়মিত মনিটরিংয়ের কারণে এটা সম্ভব হয়েছে। ফলে বাজার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, না হলে পাগলা ঘোড়ার মতো দাম বাড়ত।’
মিডিয়ায় দ্রব্যমূল্যের উচ্চমূল্য প্রচার হলেও পণ্যের দাম কমার বিষয় প্রচার হয় না। ফলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই সুযোগটা গ্রহণ করে জানিয়ে এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, ‘রমজানে উত্তরাঞ্চলে দ্রব্যমূল্যের দাম কেন বাড়ছে সেই বিষয়ে মনিটরিংয়ে আমরা এসেছি। আমরা বাজারে আসলে দাম কমে, চলে গেলে আবার দাম বাড়ে এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বাজার মনিটরিং করছি। একইভাবে অন্যান্য জেলায় এই মনিটরিং করা হচ্ছে। তবে দাম কমার খবরও সাংবাদিকদের প্রচার করতে হবে। এতে সচেতনতা সৃষ্টি হবে। অসাধু ব্যবসায়ীর সুযোগ পাবে না।’
প্রতিটি জেলায় ভেজাল ও নকল প্রতিরোধে কাজ করছেন জানিয়ে ভোক্তার ডিজি বলেন, ‘রংপুরের বাজারে ভোজ্যতেল অস্বাস্থ্যকর ড্রামে রেখে বিক্রি করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর ড্রামে রাখার কারণে কোনটা সয়াবিন তেল আর কোনটা পাম ওয়েল সেটা বোঝা মুশকিল। এই সব বিষয় নিয়ে কাজ করছি।’
সিটি বাজার মনিটরিংয়ের সময় বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহারের দায়ে ১০ হাজার এবং ভোক্তা অধিকার আইনে ১ হাজারসহ মোট দুজন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ অন্যান্য কর্মকর্তারা।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে