Ajker Patrika

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ট্রাকচাপায় যুবক নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৩, ২০: ২৫
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ট্রাকচাপায় যুবক নিহত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ছাই (ফ্লাই অ্যাশ) বহনকারী ট্রাকের চাপায় তারেক রহমান (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুলতান মাহমুদ। 

নিহত তারেক পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট ডাঙ্গাপাড়া গ্রামের পল্লিচিকিৎসক কোহিনুর রহমানের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন কোম্পানিতে কর্মরত ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাতিজা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক আলী আকবর বলেন, বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিটের সামনে ট্রান্সফরমার স্টেশনের পাশের সড়ক দিয়ে ছাইবোঝাই একটি ট্রাক যাচ্ছিল। ওই সড়ক দিয়ে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় তারেক ট্রাকটিকে হাত দেখিয়ে বাধা দেয়। এ সময় আরেকটি ট্রাক ওই ট্রাককে ওভারটেক করে যাওয়ার সময় ওই ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে তৃতীয় ইউনিটের সামনে ট্রান্সফরমার স্টেশনের পাশের সড়ক দিয়ে ছাইবোঝাই ওলেম্পিয়া কোম্পানির ট্রাক যাচ্ছিল। এতে বাধা দেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন তারেক। 

এই প্রকৌশলী আরও বলেন, ‘তিনি পিডিবির কোনো স্টাফ ছিলেন না, তিনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন কোম্পানির আন্ডারে দোভাষী হিসেবে চাকরি করতেন। ঘটনার পর আমরা ট্রাক আটকে রেখে পুলিশকে খবর দিয়েছি। ওই কোম্পানির মালিককে জানানো হয়েছে।’

কয়লাখনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুলতান মাহমুদ বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহটি ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত