ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় মেহেদি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। নিহত মেহেদী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার রাতে শহরের বিসিক দুরামারি এলাকার শামিমের হোটেলের পাশে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
মৃত মেহেদীর বাড়ি সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। আহতরা হলো ঠাকুরগাঁও জেলা পরিষদপাড়ার জুয়েলের ছেলে আরমান এবং একই এলাকার মিঠুর ছেলে গালিফ। এই দুজনও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। একজন নবম শ্রেণির ছাত্র, অপরজন এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলের চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে যায়। গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। গালিব ও আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, ‘স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়ালেখা করত। সন্ধ্যায় কেউ একজন তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।’
আহত আরমানের বাবা মো. জুয়েল জানান, বুধবার সন্ধ্যার পর তাঁর ছেলে আরমান ও বোনের ছেলে গালিব এবং প্রতিবেশী মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল।
এ সময় রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিবকে বেধড়ক পেটায়। একপর্যায়ে ওই দুর্বৃত্তরা ধারালো ছোরা দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। মেহেদীকে বাঁচাতে তাঁর ছেলে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। হঠাৎ ছেলে তাঁকে কল দিয়ে আহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় মেহেদি (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও দুজন। নিহত মেহেদী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গতকাল বুধবার রাতে শহরের বিসিক দুরামারি এলাকার শামিমের হোটেলের পাশে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
মৃত মেহেদীর বাড়ি সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। আহতরা হলো ঠাকুরগাঁও জেলা পরিষদপাড়ার জুয়েলের ছেলে আরমান এবং একই এলাকার মিঠুর ছেলে গালিফ। এই দুজনও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। একজন নবম শ্রেণির ছাত্র, অপরজন এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ছাদেকুল জানান, রাত ৮টার দিকে কিশোর বয়সী কিছু ছেলের চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে যায়। গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আসার আগেই মেহেদির মৃত্যু হয়েছে। গালিব ও আরমানের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মেহেদির মামা আমজাদ হোসেন বলেন, ‘স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়ালেখা করত। সন্ধ্যায় কেউ একজন তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।’
আহত আরমানের বাবা মো. জুয়েল জানান, বুধবার সন্ধ্যার পর তাঁর ছেলে আরমান ও বোনের ছেলে গালিব এবং প্রতিবেশী মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিক শিল্পনগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল।
এ সময় রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিবকে বেধড়ক পেটায়। একপর্যায়ে ওই দুর্বৃত্তরা ধারালো ছোরা দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। মেহেদীকে বাঁচাতে তাঁর ছেলে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। হঠাৎ ছেলে তাঁকে কল দিয়ে আহত হওয়ার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পেয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সব ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। প্রাথমিক পর্যায়ে গত ১৫ এপ্রিল সিলেট মেট্রোপলিটন পুলিশের সব থানা এবং চাঁদপুর জেলা পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়।
২৩ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান দেবেন। পাশাপাশি তাঁর পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন।
১ ঘণ্টা আগেনড়াইলের লোহাগড়ায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে খাজা মোল্যা (৫১) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কুমারডাঙ্গা সড়কের উপর হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত খাজা মোল্যা উপজেলার ইতনা ইউনিয়নের পার-ইছাখালী গ্রামের লবাব মোল্যা ওরফে লবা মোল্যার ছেলে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে এক শিক্ষক নেতার বিরুদ্ধে বিদ্যালয় ফাঁকি দেওয়ার অভিযোগ করেছেন তার সহকর্মী। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না আকস্মিকভাবে ওই বিদ্যালয় পরিদর্শনে গেলে তিনি এই অভিযোগ করেন। পরে ইউএনও বিদ্যালয় ত্যাগ করার পর অভিযুক্ত শিক্ষক মজনুর রহমান তার সহকর্মী রবিউল ইসলাম
১ ঘণ্টা আগে