Ajker Patrika

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন আবু সাঈদের বোন

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২৩: ৩৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন আবু সাঈদের বোন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের সেমিনার অ্যাটেনডেন্ট পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো. তাজুল ইসলামসহ শহীদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন। 

চাকরির বিষয়টি আবু সাঈদের ভাই রমজান আলী আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘আমার বোন এইচএসসি পাস। বিশ্ববিদ্যালয় থেকে তাঁর যোগ্যতা বিবেচনা করে সেই অনুযায়ী চাকরি দিয়েছে। আমরা চিরকৃতজ্ঞ।’ 

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গত ১৬ জুলাই পুলিশ ও ছাত্রলীগ–যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯–২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত