Ajker Patrika

ওষুধ বিক্রির নামে ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ওষুধ বিক্রির নামে ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় ফেসবুকে গবাদিপশুর ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে নাহিদ হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ ফেসবুকে ‘মেডিসিন বাজার’ নামের একটি পেজ থেকে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে গবাদিপশুর ওষুধ বিক্রি করতেন। উপজেলার তকিপল বাজারে তাঁর গবাদিপশুর ওষুধের দোকান আছে। ওষুধ বিক্রি ও ডেলিভারি দিতে চেয়ে দ্বীন ইসলাম নামের নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক বাসিন্দার কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন ধাপে তিনি ২৪ হাজার টাকা নেন। এরপর দ্বীন ইসলামকে ওষুধ ডেলিভারি না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন তিনি।

বারবার মোবাইল ফোনে কল করে না পেয়ে দ্বীন ইসলাম র‍্যাবের কাছে নাহিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। এরপর গত মঙ্গলবার অভিযান চালিয়ে নাহিদকে আটক করে র‍্যাব। 

এ নিয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘প্রতারণার অভিযোগে নাহিদকে আটক করেছে র‍্যাব। এ ব্যাপারে দ্বীন ইসলাম বাদী হয়ে  গত মঙ্গলবার নাহিদকে আসামি করে মামলা করেছেন। আজ বুধবার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত