Ajker Patrika

পশু পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন

প্রতিনিধি
পশু পাখি শিকার রোধে বিলবোর্ড স্থাপন

নীলফামারী: নীলফামারীতে পশু পাখি শিকার রোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সহযোগিতায় এই বিলবোর্ড স্থাপন করা হয়। 
 
বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, আটক, হত্যা, লালন-পালন, কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ও অসাধুদের সতর্ক করতে মঙ্গলবার (১৫ জুন) পৌরসভার ১ ওয়ার্ডের ওয়াপদা মোড়ে (গোল চত্বর) এ বিলবোর্ড স্থাপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) শাহিন হোসেন, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম মুজকুরি, ফরেস্টার মো. শরিফুল ইসলাম, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বেলায়েত হোসেন বিপু প্রমুখ। 
 
প্রসঙ্গত, 'পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও' স্লোগানকে ধারণ করে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের উদ্দেশ্যে নীলফামারী জেলা সহ কয়েকটি উপজেলায় ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত