ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
সামান্য বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। ভিজে যায় বিছানা। মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় চালে দেওয়া হয়েছে পলিথিন। স্বামী-সন্তানসহ এই একটি ঘরেই গুটিসুটি মেরে থাকতে হয় সুখীতন বেগমের। অর্থের অভাবে মেরামত করতে না পেরে এভাবে তিন বছর পার করেছেন।
সুখীতন বেগমের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার পূর্ব পাড়া গ্রামে। প্রায় তিন বছর আগে শিলা বৃষ্টির আঘাতে তাঁর ঘরের টিনের চালে অসংখ্য ছিদ্র হয়ে যায়। সেই ছিদ্র দিয়ে প্রবেশ করা বৃষ্টির পানিতে ভিজে যায় ঘরের চালের কাঠসহ অন্যান্য জিনিসপত্র।
সুখীতন বেগমের বাড়িতে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি যাতে ঘরের ভেতর ঢুকতে না পারে সে জন্য অসংখ্য ছিদ্র হওয়া টিনের চাল পলিথিন দিয়ে ঢেকে দেওয়া। সেই পলিথিন কাগজও ছিঁড়ে গেছে। ঘরের ভেতরের বিছানাসহ অন্যান্য জিনিস যাতে বৃষ্টির পানিতে ভিজে নষ্ট না হয় সে জন্য পলিথিন দিয়ে সেগুলো ঢেকে রেখেছেন। ঘরের ভেতর থেকে ওপর দিকে তাকালে টিনের চালের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়।
সুখীতন বেগম বলেন, ‘মাটি কাটার কাজ করি। অসুস্থ স্বামী সব সময় কাজ করতে পারে না। বাড়ি ভিটা ছাড়া আর জমি নেই। ছেলে স্কুলে যায়। মাটি কাটার কাজ করে যা পাই তা দিয়ে কোনো মতে দিন চলে। ঘরটি ঠিক করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগবে। এত টাকা কোথায় পাব? বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে বাঁচতে পলিথিনই ভরসা।’
সুখীতন বেগম আরও বলেন, ‘বছর তিনেক আগে বাম হাত ভেঙে গিয়েছিল। টাকার অভাবে চিকিৎসা হচ্ছিল না। প্রতিবেশীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেছিল। ভাঙা হাতে রড ঢোকাতে হয়েছিল। সেই রড এক বছর আগেই বের করতে বলেছিল ডাক্তার। টাকার অভাবে এখনো তা বের করা হয়নি।’
সুখীতনের প্রতিবেশী আইয়ুব আলী ও বাহতন বেগম জানান, দুই হাতের কর্মের ওপর সুখীতনের সংসার চলে। দিন আনে, দিন খায়। বৃষ্টির দিনে খুব সমস্যা হয়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সুখীতনের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করা হয়। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘর করে দেওয়ার সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা বলেন, ‘উপজেলায় এ রকম পরিবার আছে জানা ছিল না। পরিবারটি সাহায্যের আবেদন করলে সুযোগ এলে সহযোগিতা করা হবে।’
সামান্য বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। ভিজে যায় বিছানা। মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় চালে দেওয়া হয়েছে পলিথিন। স্বামী-সন্তানসহ এই একটি ঘরেই গুটিসুটি মেরে থাকতে হয় সুখীতন বেগমের। অর্থের অভাবে মেরামত করতে না পেরে এভাবে তিন বছর পার করেছেন।
সুখীতন বেগমের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার পূর্ব পাড়া গ্রামে। প্রায় তিন বছর আগে শিলা বৃষ্টির আঘাতে তাঁর ঘরের টিনের চালে অসংখ্য ছিদ্র হয়ে যায়। সেই ছিদ্র দিয়ে প্রবেশ করা বৃষ্টির পানিতে ভিজে যায় ঘরের চালের কাঠসহ অন্যান্য জিনিসপত্র।
সুখীতন বেগমের বাড়িতে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানি যাতে ঘরের ভেতর ঢুকতে না পারে সে জন্য অসংখ্য ছিদ্র হওয়া টিনের চাল পলিথিন দিয়ে ঢেকে দেওয়া। সেই পলিথিন কাগজও ছিঁড়ে গেছে। ঘরের ভেতরের বিছানাসহ অন্যান্য জিনিস যাতে বৃষ্টির পানিতে ভিজে নষ্ট না হয় সে জন্য পলিথিন দিয়ে সেগুলো ঢেকে রেখেছেন। ঘরের ভেতর থেকে ওপর দিকে তাকালে টিনের চালের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়।
সুখীতন বেগম বলেন, ‘মাটি কাটার কাজ করি। অসুস্থ স্বামী সব সময় কাজ করতে পারে না। বাড়ি ভিটা ছাড়া আর জমি নেই। ছেলে স্কুলে যায়। মাটি কাটার কাজ করে যা পাই তা দিয়ে কোনো মতে দিন চলে। ঘরটি ঠিক করতে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাগবে। এত টাকা কোথায় পাব? বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে বাঁচতে পলিথিনই ভরসা।’
সুখীতন বেগম আরও বলেন, ‘বছর তিনেক আগে বাম হাত ভেঙে গিয়েছিল। টাকার অভাবে চিকিৎসা হচ্ছিল না। প্রতিবেশীরা চাঁদা তুলে চিকিৎসার ব্যবস্থা করেছিল। ভাঙা হাতে রড ঢোকাতে হয়েছিল। সেই রড এক বছর আগেই বের করতে বলেছিল ডাক্তার। টাকার অভাবে এখনো তা বের করা হয়নি।’
সুখীতনের প্রতিবেশী আইয়ুব আলী ও বাহতন বেগম জানান, দুই হাতের কর্মের ওপর সুখীতনের সংসার চলে। দিন আনে, দিন খায়। বৃষ্টির দিনে খুব সমস্যা হয়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, সুখীতনের পরিবারকে বিভিন্নভাবে সহায়তা করা হয়। তবে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঘর করে দেওয়ার সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা বলেন, ‘উপজেলায় এ রকম পরিবার আছে জানা ছিল না। পরিবারটি সাহায্যের আবেদন করলে সুযোগ এলে সহযোগিতা করা হবে।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে