বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
স্কুলে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত তিন বন্ধু হলো—উপজেলার মাকড়াই স্লুইসগেট এলাকার মো. আফসার আলীর ছেলে মো. সাহাদত (১৫), একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. শাহরিয়ার শুভ (১৫) এবং মো. শুক্কর আলীর ছেলে মো. মুজাহিদ (১৪)।
এদের মধ্যে সাহাদত ও শাহরিয়ার শুভ কবি নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মোজাহিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতদের বন্ধু মো. জিহাদ ইসলাম জানান, শুভ তার বাবার মোটরসাইকেল নিয়ে সাহাদত ও মোজাহিদসহ সকালে বিদ্যালয়ে ভর্তি জন্য আসে। সেখানে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে তিনজন ঘুরতে বেরিয়ে পড়ে। এর একপর্যায়ে সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাহাদত ও শাহরিয়ার শুভ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোজাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ এবং বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীগণ উদ্ধারকাজে অংশগ্রহণ করেন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মেরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্কুলে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত তিন বন্ধু হলো—উপজেলার মাকড়াই স্লুইসগেট এলাকার মো. আফসার আলীর ছেলে মো. সাহাদত (১৫), একই এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. শাহরিয়ার শুভ (১৫) এবং মো. শুক্কর আলীর ছেলে মো. মুজাহিদ (১৪)।
এদের মধ্যে সাহাদত ও শাহরিয়ার শুভ কবি নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মোজাহিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতদের বন্ধু মো. জিহাদ ইসলাম জানান, শুভ তার বাবার মোটরসাইকেল নিয়ে সাহাদত ও মোজাহিদসহ সকালে বিদ্যালয়ে ভর্তি জন্য আসে। সেখানে ভর্তির পর মোটরসাইকেল নিয়ে তিনজন ঘুরতে বেরিয়ে পড়ে। এর একপর্যায়ে সুজালপুর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই সাহাদত ও শাহরিয়ার শুভ মারা যায়। গুরুতর আহত অবস্থায় মোজাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ এবং বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীগণ উদ্ধারকাজে অংশগ্রহণ করেন।
বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. মেরাজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
৪৩ মিনিট আগে