Ajker Patrika

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১০: ২৬
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু 

কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের একতা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পুতুল চন্দ্র রায় (১৩) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে।

আজ শনিবার দুপুর ২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট-বড়বাড়ী সড়কের বড়বাড়ীর আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত পুতুল চন্দ্র লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বড়ুয়াতলী গ্ৰামের সন্তোষ চন্দ্রের ছেলে। নিহতের নানা মঙ্গল চন্দ্র রায় বলেন, তাঁর বাড়িতে থেকে পুতুল স্থানীয় একতা বিদ্যালয়ে পড়াশোনা করত। ঘটনার দিন বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার বাড়ি ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্ৰামে আসছিল। পথে ওই স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত