Ajker Patrika

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রতিনিধি
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পাটগ্রাম (লালমনিরহাট): ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিফাত হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শমসের নগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট গ্রামে। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন। 

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, আজ ভোরে ওই ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রাম সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলার ও ১ নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশি ১০–১২ জনের একটি দল গরু আনতে যায়। এ সময় তাঁরা কাঁটাতারের কাছে গেলে ভারতীয় ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে রিফাত হোসেন গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ ভারতীয় নো ম্যানস ল্যান্ড অংশে পড়ে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে ভারতীয় অভ্যন্তরে বিএসএফ লাশ নিয়ে যায়। 

 ৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বাংলাদেশি যুবক নিহতের সত্যতা স্বীকার করে বলেন, ভারতীয় চুয়াংগারখাতা বিএসএফ ক্যাম্পের কমান্ডার একটি চিঠি দিয়েছে। পতাকা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ ৬১ (বিজিবি) রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, `নিহতের ব্যাপারে তদন্ত করছি। উনাদের (বিএসএফ) সঙ্গে বৈঠকের পর বিস্তারিত জানাব।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত