Ajker Patrika

রংপুরে চেয়াম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যের

রংপুর প্রতিনিধি
রংপুরে চেয়াম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যের

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে বরাদ্দসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য সহিদুল ইসলাম সুমন সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ এনেছেন। 

আজ রোববার বিকেল ৪টার দিকে রংপুর প্রেসক্লাবে তিনি ওই সংবাদ সম্মেলন করেন। 

ইউপি সদস্য লিখিত বক্তব্যে অভিযোগ করেন, চেয়ারম্যান এলজিএসপি প্রকল্প, ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্প, ভিজিডি কার্ডসহ বিভিন্ন সরকারি সহায়তার কার্ডে ব্যাপক অনিয়ম করেছেন। এ ছাড়া তিনি দুস্থদের চালও আত্মসাৎ করেছেন। তাঁর এসব অপকর্মের প্রতিবাদ করায় চেয়ারম্যান আমাকে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের সভাপতি পদ থেকে বাদ দেন। 

বাদ দেওয়ার কারণ জানতে গত ১৪ মে পরিষদে গেলে চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁর সঙ্গে আমার বাগ্বিতণ্ডা হয়। এরপর চেয়ারম্যান আমাকে শায়েস্তা করতে তাঁর কার্যালয়ে ঝোলানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং চেয়ার-টেবিল ভাঙচুরের মামলা দেন। 

ইউপি সদস্য সহিদুল ইসলাম সুমন আরও বলেন, পুলিশ মামলাটি তদন্ত করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের সঙ্গে আমার সম্পৃক্ততা পায়নি। ওই সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দাবি করেন তিনি। 

এ ব্যাপারে সদ্যপুস্করণী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কোনো অনিয়ম-দুর্নীতি করিনি। ইউপি সদস্য প্রকাশ্যে দিনের বেলায় আমার কার্যালয় ভাঙচুর করে পালিয়ে যান। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত