Ajker Patrika

ভূরুঙ্গামারীতে আগুনে পুড়েছে তিন বাড়ি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে আগুনে পুড়েছে তিন বাড়ি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে তিনটি বাড়ি পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় গোয়ালঘরে জ্বালিয়ে রাখা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নসিম উদ্দিন তাঁর গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখে বাড়ির বাইরে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরে বাড়ি ফিরে আগুন লেগেছে দেখতে পান।

নসিম উদ্দিন বলেন, আগুন দ্রুত তাঁর ভাই কসিম উদ্দিন ও আমজাদ উদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে তাঁদের প্রায় ৫০ মণ ধান, নগদ ৮০ হাজার টাকাসহ তিনটি বাড়ির যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়। যার মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে তিনি দাবি করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে স্থানীয় শিলখুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, আগুনে প্রতিটি পরিবারের ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত