Ajker Patrika

দম্পতির আত্মহত্যাচেষ্টা, স্ত্রীর মৃত্যু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
দম্পতির আত্মহত্যাচেষ্টা, স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আব্দুল আলিম ও রহিমা বেগম নামে এক দম্পতি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। আব্দুল আলিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামে এই ঘটনা ঘটে।

আব্দুল আলিম (৫০) শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত শহিদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে আজ বুধবার দুপুরে আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম প্রথমে বিষপান করেন। পরে আলিমও বিষপান করেন। বিষপানে রহিমা বেগম মারা যান। স্বজনরা আব্দুল আলিমকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। 

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ স্বামী-স্ত্রীর বিষপানের সত্যতা নিশ্চিত করেছেন। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, বিষপান করা আব্দুল আলিমের স্ত্রী রহিমা বেগম মারা গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আব্দুল আলিম রংপুরে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে দুজনে বিষপান করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত