Ajker Patrika

নারকেলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারকেলগাছ থেকে পড়ে সাবু মিয়া (৫০) নামের এক কৃষক প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক সাবু মিয়া উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের মৃত কাদের গাছুর ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য (নারী সংরক্ষিত আসন) আলো বেগমের স্বামী বলে জানা গেছে।

স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, সাবু মিয়া প্রতিবেশীর বাড়ির একটি নারকেলগাছ পরিষ্কারের কাজ করছিলেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পবনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. খাইরুল আলম বলেন, ‘নারকেলগাছ থেকে পড়ে সাবু মিয়ার মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত