কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা) সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তাঁর স্থলে নতুন প্রার্থী হিসেবে নৌকার টিকিট পেয়েছেন দলের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য বিপ্লব হাসান পলাশ। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক।
আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দিতে অনুরোধ জানিয়ে দলীয় সভাপতি বরাবর আবেদন করেন কুড়িগ্রাম-৪ আসনভুক্ত রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ১৬ নেতা। তাঁরা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে ‘দুর্নীতিবাজ, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত’ আখ্যা দিয়ে অভিযোগে বলেন, ‘সংসদ সদস্য জাকির হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি রৌমারী, চিলমারী ও রাজিবপুর এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নাম ব্যবহার করে ভূমি দখল করেছেন।’
আওয়ামী লীগ নেতারা আরও বলেন, ‘তিনি (জাকির হোসেন) নিজে একজন মাদকসেবী এবং তাঁর পরিবার দিয়ে এলাকায় মাদক কারবার ও চোরাকারবারি নিয়ন্ত্রণ করে থাকেন।’
আবেদনপত্রে স্বাক্ষর করেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, রাজিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ উপকমিটির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ ১৬ নেতা।
একই ভাবে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁকে মনোনয়ন না দিতে দলীয় সভাপতি বরাবর দলীয় প্যাডে আবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আহসান হাবীব রানা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। তাঁরা ১২ নভেম্বর এই আবেদন করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধারণা, দলীয় নেতা-কর্মীর অভিযোগ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আমলে নিয়ে জাকির হোসেন ও এম এ মতিনকে আসন্ন নির্বাচনে মনোনয়ন দেননি দলীয় সভাপতি শেখ হাসিনা।
কুড়িগ্রাম-৪ আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্থলে নতুন মুখ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য বিপ্লব হাসান পলাশ। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
বিপ্লব হাসান পলাশ বর্তমানে ঢাকায় বসবাস করেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কর্মরত।
নিজেদের বাদ পড়ার বিষয়ে জানতে প্রতিমন্ত্রী জাকির হোসেন ও এম এ মতিনকে ফোন কল করা হলে তাঁদের কেউ সাড়া দেননি।
কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর উপজেলা) বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মতিনকে বাদ দিয়ে নৌকার টিকিট পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য উলিপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ওরফে গবা।
কুড়িগ্রাম-১ আসনে বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর আবারও মনোনয়ন পেয়েছেন। কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী।
কুড়িগ্রাম-৪ আসনের (চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা) সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তাঁর স্থলে নতুন প্রার্থী হিসেবে নৌকার টিকিট পেয়েছেন দলের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য বিপ্লব হাসান পলাশ। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক।
আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর আগে প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মনোনয়ন না দিতে অনুরোধ জানিয়ে দলীয় সভাপতি বরাবর আবেদন করেন কুড়িগ্রাম-৪ আসনভুক্ত রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ১৬ নেতা। তাঁরা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে ‘দুর্নীতিবাজ, গণবিচ্ছিন্ন ও বিতর্কিত’ আখ্যা দিয়ে অভিযোগে বলেন, ‘সংসদ সদস্য জাকির হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি রৌমারী, চিলমারী ও রাজিবপুর এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নাম ব্যবহার করে ভূমি দখল করেছেন।’
আওয়ামী লীগ নেতারা আরও বলেন, ‘তিনি (জাকির হোসেন) নিজে একজন মাদকসেবী এবং তাঁর পরিবার দিয়ে এলাকায় মাদক কারবার ও চোরাকারবারি নিয়ন্ত্রণ করে থাকেন।’
আবেদনপত্রে স্বাক্ষর করেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, রাজিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম শালু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ উপকমিটির সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ ১৬ নেতা।
একই ভাবে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এম এ মতিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁকে মনোনয়ন না দিতে দলীয় সভাপতি বরাবর দলীয় প্যাডে আবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আহসান হাবীব রানা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। তাঁরা ১২ নভেম্বর এই আবেদন করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধারণা, দলীয় নেতা-কর্মীর অভিযোগ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আমলে নিয়ে জাকির হোসেন ও এম এ মতিনকে আসন্ন নির্বাচনে মনোনয়ন দেননি দলীয় সভাপতি শেখ হাসিনা।
কুড়িগ্রাম-৪ আসনে প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্থলে নতুন মুখ হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য বিপ্লব হাসান পলাশ। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
বিপ্লব হাসান পলাশ বর্তমানে ঢাকায় বসবাস করেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে কর্মরত।
নিজেদের বাদ পড়ার বিষয়ে জানতে প্রতিমন্ত্রী জাকির হোসেন ও এম এ মতিনকে ফোন কল করা হলে তাঁদের কেউ সাড়া দেননি।
কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর উপজেলা) বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মতিনকে বাদ দিয়ে নৌকার টিকিট পেয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য উলিপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ওরফে গবা।
কুড়িগ্রাম-১ আসনে বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর আবারও মনোনয়ন পেয়েছেন। কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৩ ঘণ্টা আগে