তাজরুল ইসলাম, পীরগাছা (রংপুর)
রেলস্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা মালেকা বেগম। নিজের নাম ছাড়া কিছুই বলতে পারছিলেন না। পরনের কাপড়ে চাকচিক্য থাকলেও বাড়িছাড়া মালেকা বেগম এখন বড় অসহায়। দুই যুবকের কল্যাণে তাঁর বাড়ির ঠিকানা বের করা হলেও তাঁকে বাড়িতে ফিরিয়ে নিতে চান না তাঁর একমাত্র ছেলে শামীম মিয়া। অবশেষে মালেকা বেগমের ঠাঁই হয়েছে পীরগাছার দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নামে একটি বৃদ্ধাশ্রমে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ নভেম্বর সকালে রংপুরের মীরবাগ বাজারে এদিক-ওদিক ঘোরাফেরা করছিলেন মালেকা বেগম (৬২)। এ সময় তিনি নিজের নাম মালেকা ছাড়া কিছুই বলতে পারছিলেন না। তাঁর এ অসহায়ত্বের কথা ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন দুই যুবক। পরে পাওয়া যায় তাঁর ঠিকানা।
তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী নেই। তাঁর একমাত্র ছেলে শামীম মিয়া। তিনি দিনমজুরি করে সংসার চালান। শামীম মিয়ার ফোন নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। শামীম নিজের শোচনীয় আর্থিক অবস্থা ও অসহায়ত্বের কথা জানান। মাকে ফিরিয়ে নিতে যাওয়ার ভাড়ার টাকাও তাঁর কাছে নেই বলে জানান।
তবে পরে তাঁর বিকাশ নম্বরে যাতায়াতের টাকা পাঠানো হলেও তিনি আর আসেননি। তখন কল দিলে শামীম সাফ বলে দেন, ‘আমি মাকে নেব না। আপনারা তাঁকে বৃদ্ধাশ্রমে রেখে দেন।’ এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। কোনো উপায়ন্তর না পেয়ে বৃদ্ধা মালেকা বেগমকে দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রেখে দেওয়া হয়।
আজ শনিবার সকালে সরেজমিন ওই বৃদ্ধাশ্রমে গিয়ে মালেকা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে দেখতে চাই। তার কাছে ফিরে যেতে চাই।’
ওই বৃদ্ধার বিষয়ে জানতে চাইলে সমাজ উন্নয়ন নিয়ে কাজ করা বেলাল হোসেন ও ফুয়াদ শাহরিয়ার বলেন, ‘এর আগেও আমরা কয়েকজন হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। কিন্তু এবারের ঘটনাটি ব্যতিক্রম। তাঁর ছেলের সন্ধান পেলেও তিনি মাকে নিতে রাজি না। উল্টো আমাদের সঙ্গে প্রতারণা করে যাতায়াতের টাকা নিয়ে আর আসেননি।’
স্থানীয় ‘হিতৈষী মানবাধিকার সংগঠনের’ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘যে মা ১০ মাস ১০ দিন পেটে ধরে সন্তান জন্ম দিয়ে লালন-পালন করে মানুষ করছে, সেই মাকে সন্তানেরা বাড়িতে ফিরিয়ে নিল না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সমাজে এমন ঘটনা কামনা করি না।’
দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজেকা বেগম বলেন, ‘মালেকা বেগম মাঝেমধ্যেই তাঁর ছেলেকে দেখতে চান। এখানে আসার ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁর পরিবারের কেউ দেখতে আসেননি।’
এ বিষয়ে জানতে বৃদ্ধার ছেলে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
রেলস্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধা মালেকা বেগম। নিজের নাম ছাড়া কিছুই বলতে পারছিলেন না। পরনের কাপড়ে চাকচিক্য থাকলেও বাড়িছাড়া মালেকা বেগম এখন বড় অসহায়। দুই যুবকের কল্যাণে তাঁর বাড়ির ঠিকানা বের করা হলেও তাঁকে বাড়িতে ফিরিয়ে নিতে চান না তাঁর একমাত্র ছেলে শামীম মিয়া। অবশেষে মালেকা বেগমের ঠাঁই হয়েছে পীরগাছার দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নামে একটি বৃদ্ধাশ্রমে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৪ নভেম্বর সকালে রংপুরের মীরবাগ বাজারে এদিক-ওদিক ঘোরাফেরা করছিলেন মালেকা বেগম (৬২)। এ সময় তিনি নিজের নাম মালেকা ছাড়া কিছুই বলতে পারছিলেন না। তাঁর এ অসহায়ত্বের কথা ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন দুই যুবক। পরে পাওয়া যায় তাঁর ঠিকানা।
তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার ধানগড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী নেই। তাঁর একমাত্র ছেলে শামীম মিয়া। তিনি দিনমজুরি করে সংসার চালান। শামীম মিয়ার ফোন নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। শামীম নিজের শোচনীয় আর্থিক অবস্থা ও অসহায়ত্বের কথা জানান। মাকে ফিরিয়ে নিতে যাওয়ার ভাড়ার টাকাও তাঁর কাছে নেই বলে জানান।
তবে পরে তাঁর বিকাশ নম্বরে যাতায়াতের টাকা পাঠানো হলেও তিনি আর আসেননি। তখন কল দিলে শামীম সাফ বলে দেন, ‘আমি মাকে নেব না। আপনারা তাঁকে বৃদ্ধাশ্রমে রেখে দেন।’ এরপর তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন। কোনো উপায়ন্তর না পেয়ে বৃদ্ধা মালেকা বেগমকে দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে রেখে দেওয়া হয়।
আজ শনিবার সকালে সরেজমিন ওই বৃদ্ধাশ্রমে গিয়ে মালেকা বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে দেখতে চাই। তার কাছে ফিরে যেতে চাই।’
ওই বৃদ্ধার বিষয়ে জানতে চাইলে সমাজ উন্নয়ন নিয়ে কাজ করা বেলাল হোসেন ও ফুয়াদ শাহরিয়ার বলেন, ‘এর আগেও আমরা কয়েকজন হারিয়ে যাওয়া ব্যক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। কিন্তু এবারের ঘটনাটি ব্যতিক্রম। তাঁর ছেলের সন্ধান পেলেও তিনি মাকে নিতে রাজি না। উল্টো আমাদের সঙ্গে প্রতারণা করে যাতায়াতের টাকা নিয়ে আর আসেননি।’
স্থানীয় ‘হিতৈষী মানবাধিকার সংগঠনের’ সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বলেন, ‘যে মা ১০ মাস ১০ দিন পেটে ধরে সন্তান জন্ম দিয়ে লালন-পালন করে মানুষ করছে, সেই মাকে সন্তানেরা বাড়িতে ফিরিয়ে নিল না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সমাজে এমন ঘটনা কামনা করি না।’
দেবী চৌধুরানী বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজেকা বেগম বলেন, ‘মালেকা বেগম মাঝেমধ্যেই তাঁর ছেলেকে দেখতে চান। এখানে আসার ১৫ দিন পেরিয়ে গেলেও তাঁর পরিবারের কেউ দেখতে আসেননি।’
এ বিষয়ে জানতে বৃদ্ধার ছেলে শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে