লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত দুই জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঢাকনাই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকেরা হলেন—লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ কালমাটি আনন্দবাজারে সামসুল হাকের ছেলে খায়রুজ্জামান (২৭)। একই এলাকার এরশাদ হোসেনের ছেলে এলমান হোসেন (২৫)।
পুলিশ জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটী গ্রামের সামিউল ইসলামের মেয়েকে জিনে আঁচড় করে বলে গুজব ওঠে। জিন তাড়ানোর কথা বলে খায়রুজ্জামান ও এলমান কৌশলে প্রথমে ৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরে আরও ৩ লাখ টাকা দাবি করলে ভুয়া কবিরাজ সন্দেহ হয় সামিউলের। বিষয়টি থানায় জানালে পুলিশ তাঁদের আটক করে। তাঁরা নিজেদের জিনের বাদশা পরিচয় দিতেন।
প্রতারণার শিকার সামিউল ইসলাম বলেন, ‘আমার মেয়ে অসুস্থ। অনেক চিকিৎসা করানো হলেও পুরোপুরি সুস্থ হচ্ছিল না। তাই কবিরাজির পরামর্শ নিয়েছি। কিন্তু তাঁরা আমার আবেগকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে ৫ লাখ টাকা নিয়েছে। আবারও ৩ লাখ টাকা দাবি করে।’
সামিউল ইসলাম আরও বলেন, ‘মেয়ের অবস্থা পরিবর্তন না হওয়া এবং আশপাশের সচেতন মানুষের পরামর্শে খোঁজ নিয়ে ভুয়া কবিরাজ সন্দেহ হয়। পরে থানায় অভিযোগ করি। পরে দুই প্রতারককে আটক করে পুলিশ।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়ে প্রতারণা করার সরঞ্জামসহ ওই দুই যুবককে আটক করা হয়। তারা কৌশলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছে। আটকদের বিরুদ্ধে গতকাল রাতে মামলা করা হয়েছে।
লালমনিরহাটে জিন তাড়ানোর কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত দুই জিনের বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ঢাকনাই এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকেরা হলেন—লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ কালমাটি আনন্দবাজারে সামসুল হাকের ছেলে খায়রুজ্জামান (২৭)। একই এলাকার এরশাদ হোসেনের ছেলে এলমান হোসেন (২৫)।
পুলিশ জানায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটী গ্রামের সামিউল ইসলামের মেয়েকে জিনে আঁচড় করে বলে গুজব ওঠে। জিন তাড়ানোর কথা বলে খায়রুজ্জামান ও এলমান কৌশলে প্রথমে ৫ লাখ টাকা হাতিয়ে নেন। পরে আরও ৩ লাখ টাকা দাবি করলে ভুয়া কবিরাজ সন্দেহ হয় সামিউলের। বিষয়টি থানায় জানালে পুলিশ তাঁদের আটক করে। তাঁরা নিজেদের জিনের বাদশা পরিচয় দিতেন।
প্রতারণার শিকার সামিউল ইসলাম বলেন, ‘আমার মেয়ে অসুস্থ। অনেক চিকিৎসা করানো হলেও পুরোপুরি সুস্থ হচ্ছিল না। তাই কবিরাজির পরামর্শ নিয়েছি। কিন্তু তাঁরা আমার আবেগকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে ৫ লাখ টাকা নিয়েছে। আবারও ৩ লাখ টাকা দাবি করে।’
সামিউল ইসলাম আরও বলেন, ‘মেয়ের অবস্থা পরিবর্তন না হওয়া এবং আশপাশের সচেতন মানুষের পরামর্শে খোঁজ নিয়ে ভুয়া কবিরাজ সন্দেহ হয়। পরে থানায় অভিযোগ করি। পরে দুই প্রতারককে আটক করে পুলিশ।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, অভিযোগ পেয়ে প্রতারণা করার সরঞ্জামসহ ওই দুই যুবককে আটক করা হয়। তারা কৌশলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছে। আটকদের বিরুদ্ধে গতকাল রাতে মামলা করা হয়েছে।
চলন্ত সিএনজিচালিত অটোরিকশার চালক হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটোরিকশা। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ...
৯ মিনিট আগেমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চোর সন্দেহে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছকসালং গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেজয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় রবিউল ইসলাম (৩৬) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালাই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
২০ মিনিট আগেবিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাদের তো বাংলাদেশে রাজনীতি করার সুযোগ থাকতে পারে না। আমরা ফেব্রুয়ারি মাসের ১০ তারিখেই এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে লিখিতভাবে অনুরোধ জানিয়েছিলাম যে আদালতের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধের জন্য প্রক্রিয়া...
২৪ মিনিট আগে