Ajker Patrika

কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ১০: ৪১
কুড়িগ্রামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কংক্রিটের খুঁটিতে মাথা থেঁতলে রহিমা বেগম (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজমিস্ত্রি রহিমুল ইসলামের বিরুদ্ধে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ী গ্ৰামের আছিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারী এক সন্তানের জননী। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, স্বামী দিন শেষে বাজার-সদাই ছাড়া শূন্য হাতে বাড়িতে ফেরেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। একপর্যায়ে স্বামী রহিমুল ইসলাম ক্ষিপ্ত হয়ে স্ত্রী রহিমা বেগমের চুলের মুঠি ধরে মারধর এবং ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা থেঁতলে দেন। এতে রহিমার কপাল ও মুখমণ্ডল ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৮টায় তাঁর মৃত্যু হয়। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হুমায়রা খাতুন জানান, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত স্বামী রহিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নিহত গৃহবধূর পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত