প্রতিনিধি, পীরগাছা (রংপুর)
স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে স্ত্রী নিজের অধিকার আদায়ে ১০ দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন বিচারের আশায়। পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামী এখনো পলাতক রয়েছেন। এদকে আজ শনিবার ওই কিশোরী ও তাঁর মাকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঠিয়ে দিয়েছে পীরগাছা থানা-পুলিশ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে আপন চন্দ্রের (২৫) প্রথম স্ত্রী তাঁর স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে রাগ করে চলে যান। পরে আপন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে তিনি প্রথম বিয়ের কথা গোপন রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাম শিবপুর গ্রামের এক কিশোরীকে (১৯) বিয়ের প্রস্তাব দেন। একই কারখানার চাকরির সুবাদে দেখা হলেও মেয়েটির পরিবার এতে অপারগতা প্রকাশ করে। কিন্তু আপন গ্রামের বাড়িতে একটি মন্দিরে মেয়েটিকে বিয়ে করেন।
দেড় বছর পর গত ১৭ আগস্ট স্বামী আপন চন্দ্র দ্বিতীয় স্ত্রীর জমানো লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
উপায় না পেয়ে মেয়েটি গত ১৯ আগস্ট রংপুরের পীরগাছায় স্ত্রীর অধিকার আদায়ে আপনের বাড়িতে আসে। এ নিয়ে আজ শনিবার স্থানীয় মন্দিরে একটি সালিস বৈঠক বসলে আপন চন্দ্রের মা আকালি রানি ও বাবা নারায়ণ চন্দ্র এবং ভাই মিঠু চন্দ্র মেয়েটিকে মেনে নেন। এ সময় সমাজপতিরা নতুন করে বিয়ে ও কাবিন করার পরামর্শ দেন। কিন্তু বাড়িতে গিয়ে মিঠু চন্দ্র ও মা আকালি রানি আপন চন্দ্রকে পালিয়ে যেতে সাহায্য করেন।
স্থানীয় যুবক আইয়ুব হোসেন বলেন, মেয়েটি গরিব হওয়ায় আমরা তাঁদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করার জন্য চাঁদা দিয়েছিলাম। কিন্তু ছেলেটি মেয়ে ও তাঁর পরিবারের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছে। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হলেও তাঁরা মেয়েটিকে কোনো সাহায্যে করেনি। উল্টো বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
মেয়েটির মা বলেন, ছেলে, বাপ-মা, ভাই বিয়ের আগে থেকে সবকিছু জানে। তাঁরা প্রথম বিয়ের কথা গোপন করে এখন আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে। ১০ দিন আমরা ছিলাম, কিন্তু খেতেও দেয়নি। আমাদের বাড়ি দূরে হওয়ায় তাঁরা আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা নিজ এলাকাতেই মামলা করব।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার এসআই রায়হান উদ্দিন বলেন, বিয়েটি যেখানে হয়েছে, আর সংসার যেখানে হয়েছে আমরা সেখানেই মামলা করার পরামর্শ দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মা-মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্ত্রীর জমানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এদিকে স্ত্রী নিজের অধিকার আদায়ে ১০ দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছেন বিচারের আশায়। পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত স্বামী এখনো পলাতক রয়েছেন। এদকে আজ শনিবার ওই কিশোরী ও তাঁর মাকে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাঠিয়ে দিয়েছে পীরগাছা থানা-পুলিশ।
স্থানীয় গ্রামবাসীরা জানান, উপজেলার ছাওলা ইউনিয়নের তাজতালুক গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে আপন চন্দ্রের (২৫) প্রথম স্ত্রী তাঁর স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে রাগ করে চলে যান। পরে আপন চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে তিনি প্রথম বিয়ের কথা গোপন রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাম শিবপুর গ্রামের এক কিশোরীকে (১৯) বিয়ের প্রস্তাব দেন। একই কারখানার চাকরির সুবাদে দেখা হলেও মেয়েটির পরিবার এতে অপারগতা প্রকাশ করে। কিন্তু আপন গ্রামের বাড়িতে একটি মন্দিরে মেয়েটিকে বিয়ে করেন।
দেড় বছর পর গত ১৭ আগস্ট স্বামী আপন চন্দ্র দ্বিতীয় স্ত্রীর জমানো লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে চলে আসে। পরে মেয়েটির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
উপায় না পেয়ে মেয়েটি গত ১৯ আগস্ট রংপুরের পীরগাছায় স্ত্রীর অধিকার আদায়ে আপনের বাড়িতে আসে। এ নিয়ে আজ শনিবার স্থানীয় মন্দিরে একটি সালিস বৈঠক বসলে আপন চন্দ্রের মা আকালি রানি ও বাবা নারায়ণ চন্দ্র এবং ভাই মিঠু চন্দ্র মেয়েটিকে মেনে নেন। এ সময় সমাজপতিরা নতুন করে বিয়ে ও কাবিন করার পরামর্শ দেন। কিন্তু বাড়িতে গিয়ে মিঠু চন্দ্র ও মা আকালি রানি আপন চন্দ্রকে পালিয়ে যেতে সাহায্য করেন।
স্থানীয় যুবক আইয়ুব হোসেন বলেন, মেয়েটি গরিব হওয়ায় আমরা তাঁদের বিয়ের কাবিন রেজিস্ট্রি করার জন্য চাঁদা দিয়েছিলাম। কিন্তু ছেলেটি মেয়ে ও তাঁর পরিবারের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছে। এ বিষয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ করা হলেও তাঁরা মেয়েটিকে কোনো সাহায্যে করেনি। উল্টো বাড়িতে পাঠিয়ে দিয়েছে।
মেয়েটির মা বলেন, ছেলে, বাপ-মা, ভাই বিয়ের আগে থেকে সবকিছু জানে। তাঁরা প্রথম বিয়ের কথা গোপন করে এখন আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছে। ১০ দিন আমরা ছিলাম, কিন্তু খেতেও দেয়নি। আমাদের বাড়ি দূরে হওয়ায় তাঁরা আমাদের সঙ্গে প্রতারণা করছে। আমরা নিজ এলাকাতেই মামলা করব।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার এসআই রায়হান উদ্দিন বলেন, বিয়েটি যেখানে হয়েছে, আর সংসার যেখানে হয়েছে আমরা সেখানেই মামলা করার পরামর্শ দিয়েছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মা-মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য শাহ মোহাম্মদ রফিকুল বারী চৌধুরী (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ২টায় জামালপুর শহরের আমলাপাড়া নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ মিনিট আগেনিহত গৃহবধূর ফুপা শামসুদ্দোহা খানের ভাষ্য, গতকাল বুধবার রাত ২টার দিকে সিফাত আলী তাঁর শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে বলেন, ‘কেয়া খুবই অসুস্থ।’ এরপর স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান নাজমা বেগম। সেখানে গিয়ে তাঁরা দেখেন, কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন সিফাত। হাসপাতালে পৌঁছার পর এক...
৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম সামির খান (২৫)। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়
৯ মিনিট আগেশেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে