Ajker Patrika

মাদক মামলায় পুলিশের এসআই ও তাঁর সহযোগীর যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
মাদক মামলায় পুলিশের এসআই ও তাঁর সহযোগীর যাবজ্জীবন

মাদক মামলায় পুলিশের বরখাস্ত সাবেক উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রামাণিক (৪২) ও তাঁর সহযোগী মানিক দাসকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ আসামি হেলাল উদ্দীন প্রামাণিকের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত অপর আসামি মানিক দাস আদালতে উপস্থিত ছিলেন না। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখর কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুন ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল পীরগঞ্জ থানায় পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা, দুই কেজি গাঁজাসহ হেলাল ও তাঁর সহযোগী মানিককে আটক করে। এ ঘটনায় ওই দিনই ডিবি পুলিশের এসআই রূপ কুমার সরকার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন। তখন তাঁকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামি পীরগঞ্জ থানার তৎকালীন এসআই নওগাঁর দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দীন প্রামাণিক এবং ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার মণ্ডলাদাম গ্রামের মানিক দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মাসুদ রানাকে (২৮) মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত