পঞ্চগড় প্রতিনিধি
প্রথম প্রেমিকাকে গোপনে বিয়ে করেছিলেন। কিন্তু এর মধ্যে আরেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। সেই সম্পর্ক ধরা পড়ার পর জোর করে বিয়ে দেওয়া হয়। সেই স্ত্রীকে ঘরে তোলার খবর জানতে পেরে বাড়িতে এসে অনশন শুরু করেন প্রথম প্রেমিকা। অবশেষে তাঁকেও বিয়ে করে ঘরে তুলতে বাধ্য হয়েছেন যুবক।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড় আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বারে। এই ঘটনা সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।
দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নামে এক যুবক। তিনি দুই প্রেমিকাকে বিয়ে করে একই সঙ্গে ঘরেও তুলেছেন। এদিকে এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার লক্ষ্মীদ্বারের রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নিজ বাড়িতে আনুষ্ঠানিক ভাবে ইতি রাণী (২০) ও মমতা রাণীকে (২১) বিয়ে করে ঘরে তোলেন।
জানা গেছে, রোহিনী চন্দ্র বর্মণ জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে। তাঁর প্রথম স্ত্রী ইতি রাণী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। অন্যজন মমতা রাণী একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রাণীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাসে আগে তাঁরা মন্দির গিয়ে বিয়ে করেন এবং বিয়ের কথা গোপন রাখেন। এর মধ্যে রোহিনী লক্ষ্মীদ্বার এলাকার টোনোকিশোর রায়ের মেয়ে মমতা রাণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। গত ১২ এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। সেখানে রোহিনীকে আটক করে রাখেন মমতার বাড়ির লোকজন এবং পরদিন (১৩ এপ্রিল) তাঁদের বিয়ে দিয়ে দেন।
এদিকে রোহিনীর বিয়ের খবর শুনে গতকাল বুধবার সকালে তাঁর বাড়িতে এসে অনশন শুরু করেন ইতি রাণী। রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর একসঙ্গে বিয়ে সম্পন্ন হয়। দুই স্ত্রীকে একসঙ্গে ঘরে তুলে নেন রোহিনী।
এ বিষয়ে রোহিনী বর্মণের সঙ্গে তাঁর ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাঁদের অভিভাবকেরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়েছিলাম। পরে তাঁরাও আর আসেননি, যোগাযোগও করেননি।’
প্রথম প্রেমিকাকে গোপনে বিয়ে করেছিলেন। কিন্তু এর মধ্যে আরেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। সেই সম্পর্ক ধরা পড়ার পর জোর করে বিয়ে দেওয়া হয়। সেই স্ত্রীকে ঘরে তোলার খবর জানতে পেরে বাড়িতে এসে অনশন শুরু করেন প্রথম প্রেমিকা। অবশেষে তাঁকেও বিয়ে করে ঘরে তুলতে বাধ্য হয়েছেন যুবক।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড় আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বারে। এই ঘটনা সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।
দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নামে এক যুবক। তিনি দুই প্রেমিকাকে বিয়ে করে একই সঙ্গে ঘরেও তুলেছেন। এদিকে এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গতকাল বুধবার লক্ষ্মীদ্বারের রোহিনী চন্দ্র বর্মণ (২৫) নিজ বাড়িতে আনুষ্ঠানিক ভাবে ইতি রাণী (২০) ও মমতা রাণীকে (২১) বিয়ে করে ঘরে তোলেন।
জানা গেছে, রোহিনী চন্দ্র বর্মণ জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে। তাঁর প্রথম স্ত্রী ইতি রাণী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। অন্যজন মমতা রাণী একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রাণীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাসে আগে তাঁরা মন্দির গিয়ে বিয়ে করেন এবং বিয়ের কথা গোপন রাখেন। এর মধ্যে রোহিনী লক্ষ্মীদ্বার এলাকার টোনোকিশোর রায়ের মেয়ে মমতা রাণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। গত ১২ এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। সেখানে রোহিনীকে আটক করে রাখেন মমতার বাড়ির লোকজন এবং পরদিন (১৩ এপ্রিল) তাঁদের বিয়ে দিয়ে দেন।
এদিকে রোহিনীর বিয়ের খবর শুনে গতকাল বুধবার সকালে তাঁর বাড়িতে এসে অনশন শুরু করেন ইতি রাণী। রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর একসঙ্গে বিয়ে সম্পন্ন হয়। দুই স্ত্রীকে একসঙ্গে ঘরে তুলে নেন রোহিনী।
এ বিষয়ে রোহিনী বর্মণের সঙ্গে তাঁর ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাঁদের অভিভাবকেরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়েছিলাম। পরে তাঁরাও আর আসেননি, যোগাযোগও করেননি।’
নির্বাচন ও রমজানের বিবেচনায় আগামী বছরের একুশে বইমেলা ফেব্রুয়ারি থেকে এগিয়ে এ বছরের ডিসেম্বরে আনা হয়েছে। রাজনৈতিক-সামাজিক অস্থিরতার জেরে গত বইমেলায় অনেক প্রকাশক লোকসান গুনেছেন।
২৩ মিনিট আগেফরিদপুরের সালথায় এক সাংবাদিকের ব্যক্তিগত মালিকানাধীন দোকানঘর নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরে শালিসে ওই সাংবাদিককে গালিগালাজসহ প্রাণনাশের হুমকি-ধমকি দেয়া হয়েছে। এমন অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস ও যুবদল নেতা পরিচয়ধারী বালাম বিশ্বাসের বিরুদ্ধে।
৩৪ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানিকে মারপিট করে টাকা লুটের অভিযোগ ওঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজারে এই ঘটনা ঘটে। আহত দোকানির নাম রমজান আলী (১৮)। তিনি একই এলাকার বাসিন্দা।
৪৩ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরের কাকিলাদাড়ী এলাকা থেকে ২ কেজি ৩৩১ গ্রাম স্বর্ণসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জের খোদ্দ রায়গ্রাম এলাকার সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুরের কাগমারী গ্রামের রণজিৎ বিশ্বাস (২৫)।
১ ঘণ্টা আগে