Ajker Patrika

বাজি ধরে সাঁতরে নদ পার হতে গিয়ে নিখোঁজ তরুণ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
বাজি ধরে সাঁতরে নদ পার হতে গিয়ে নিখোঁজ তরুণ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাজি ধরে সাঁতার কেটে নদ পার হতে গিয়ে বাবুল মিয়া (২২) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় ঘটনা ঘটে।

তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানাপাড়া এলাকার আনিছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, একই এলাকার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোচাবাড়ির চর এলাকার হযরত আলীর মেয়ের বিয়ে হয়। রাতে বিয়ের অনুষ্ঠান শেষে নৌকায় দুধকুমার নদ পারি দিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় যাত্রীদের সঙ্গে সাঁতারে নদ পার হওয়ার বাজি ধরেন বরের ফুপাতো ভাই বাবুল।

স্থানীয়রা আরও জানান, ৫০০ টাকার বাজি ধরে কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাঁপ দেন বাবুল। পরে সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পর স্রোতে তিনি নদের পানিতে তলিয়ে যান। আজ সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নদের বিভিন্ন স্থানে খুঁজেও বাবুলের সন্ধান পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণকে উদ্ধারে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত