দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ড্রামট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাজপুরের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল-সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের চালক ও একজন গার্ড গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার সময় যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। রেলগেট খোলা থাকায় বালুবোঝাই একটি ড্রামট্রাক রেললাইন পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। ট্রাকের চালক ও সহকারী সেখানেই মেরামতকাজ শুরু করেন। ঘন কুয়াশা থাকায় দূর থেকে ট্রেন আসার ব্যাপারটা তাঁরা প্রথমে বুঝতে পারেননি।
পরে ট্রেন কাছাকাছি চলে এলে হেডলাইটের আলো ও হুইসেল শুনে তাঁরা জীবন বাঁচাতে গাড়ি ফেলে দ্রুত সরে যান। এ সময় ট্রেনটি লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সেই সঙ্গে ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি রেললাইন থেকে পাশে উল্টে যায়।
ট্রেনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম বলেন, ‘ভোর ৪টার দিকে যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।’
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার পর থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।’
দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ড্রামট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাজপুরের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল-সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের চালক ও একজন গার্ড গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার সময় যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। রেলগেট খোলা থাকায় বালুবোঝাই একটি ড্রামট্রাক রেললাইন পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। ট্রাকের চালক ও সহকারী সেখানেই মেরামতকাজ শুরু করেন। ঘন কুয়াশা থাকায় দূর থেকে ট্রেন আসার ব্যাপারটা তাঁরা প্রথমে বুঝতে পারেননি।
পরে ট্রেন কাছাকাছি চলে এলে হেডলাইটের আলো ও হুইসেল শুনে তাঁরা জীবন বাঁচাতে গাড়ি ফেলে দ্রুত সরে যান। এ সময় ট্রেনটি লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সেই সঙ্গে ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি রেললাইন থেকে পাশে উল্টে যায়।
ট্রেনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম বলেন, ‘ভোর ৪টার দিকে যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।’
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার পর থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।’
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অলিরবাজারের জোর পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেফরিদপুরে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশি একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট পাওয়া যায়।
১৯ মিনিট আগেপল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দিনাজপুর অফিস ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুদক। নিয়োগ, বদলি বাণিজ্য, কেনাকাটায় অনিয়মসহ নানাবিধ অভিযোগে এসব অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
৩০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গত সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার দুইজনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের
৩৪ মিনিট আগে