দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ড্রামট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাজপুরের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল-সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের চালক ও একজন গার্ড গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার সময় যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। রেলগেট খোলা থাকায় বালুবোঝাই একটি ড্রামট্রাক রেললাইন পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। ট্রাকের চালক ও সহকারী সেখানেই মেরামতকাজ শুরু করেন। ঘন কুয়াশা থাকায় দূর থেকে ট্রেন আসার ব্যাপারটা তাঁরা প্রথমে বুঝতে পারেননি।
পরে ট্রেন কাছাকাছি চলে এলে হেডলাইটের আলো ও হুইসেল শুনে তাঁরা জীবন বাঁচাতে গাড়ি ফেলে দ্রুত সরে যান। এ সময় ট্রেনটি লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সেই সঙ্গে ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি রেললাইন থেকে পাশে উল্টে যায়।
ট্রেনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম বলেন, ‘ভোর ৪টার দিকে যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।’
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার পর থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।’
দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ড্রামট্রাকের সঙ্গে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে দিনাজপুরের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে মনমথপুর-চিরিরবন্দর আউটার সিগন্যাল-সংলগ্ন যশাই মোড় রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের চালক ও একজন গার্ড গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং ওই ট্রেনের কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোর ৪টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস খালি গাড়ি নিয়ে দিনাজপুরে যাওয়ার সময় যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। রেলগেট খোলা থাকায় বালুবোঝাই একটি ড্রামট্রাক রেললাইন পার হওয়ার সময় রেললাইনের ওপর বিকল হয়ে পড়ে। ট্রাকের চালক ও সহকারী সেখানেই মেরামতকাজ শুরু করেন। ঘন কুয়াশা থাকায় দূর থেকে ট্রেন আসার ব্যাপারটা তাঁরা প্রথমে বুঝতে পারেননি।
পরে ট্রেন কাছাকাছি চলে এলে হেডলাইটের আলো ও হুইসেল শুনে তাঁরা জীবন বাঁচাতে গাড়ি ফেলে দ্রুত সরে যান। এ সময় ট্রেনটি লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। সেই সঙ্গে ইঞ্জিনের সঙ্গে থাকা গার্ড ব্রেকটি রেললাইন থেকে পাশে উল্টে যায়।
ট্রেনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকারম বলেন, ‘ভোর ৪টার দিকে যশাই মোড়সংলগ্ন ৬ নম্বর রেলগেট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। এ ঘটনায় ওই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।’
দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার পর থেকে দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।’
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২৭ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে