শিপুল ইসলাম, রংপুর
চোর সন্দেহে পিটুনিতে নিহত সেই রূপলাল রবিদাসের কিশোর বয়সী ছেলে জয় রবিদাসকে এখন পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। স্কুল বাদ দিয়ে তাকে এখন তার বাবার পুরোনো যন্ত্রপাতি নিয়ে সংসারের দায় মেটাতে জুতা সেলাই করতে দেখা গেছে। রংপুরের তারাগঞ্জ বাজারে ফুটপাতে রাখা পুরোনো কাঠের চৌকিতে বসে জুতা সেলাইয়ের কাজ করে সে।
খোঁজ নিয়ে জানা গেল, তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ধারে বাজার এলাকায় এ চৌকিই ছিল তার বাবা রূপলাল রবিদাসের জীবনের অবলম্বন। দিনে জুতা সেলাই করতেন, রাতে স্বপ্ন দেখতেন—ছেলেকে একদিন শিক্ষক হিসেবে দেখতে পারবেন। কিন্তু ৯ আগস্ট রাতে ‘ভ্যান চোর সন্দেহে’ মবের হাতে প্রাণ যায় রূপলাল ও তাঁর ভাগ্নে জামাই প্রদীপ লালের। সেদিন থেকে বাবার অসমাপ্ত লড়াইয়ের ভার কাঁধে নিতে হয়েছে স্কুলপড়ুয়া জয়কে। জয় এখন আর স্কুলের বেঞ্চে বসে না। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাজারে বসে জুতা সেলাই করে। আয় হয় তিন শ টাকার মতো। সে টাকায় পাঁচজনের সংসার—মা, ঠাকুরমা ও দুই বোনের মুখে খাবার তুলে দিতে হয় তার।
জয় বলে, ‘বাবা বেঁচে থাকলে হয়তো আজও স্কুলে যেতাম। তিনি স্বপ্ন দেখতেন আমি শিক্ষক হব। কিন্তু এখন সুই-সুতো হাতে সংসারের হাল ধরতে হয়েছে। আমার পড়াশোনা হবে কি না, জানি না, তবে দুই বোনকে পড়াতে চাই।’
জয়ের মা ভারতী রানী বলেন, ‘ঘরে খাবার নাই, আমার ওষুধের প্রয়োজন। সংসারে আর কোনো পুরুষ নেই, জয়ই ভরসা। ছোট ছেলেটা স্কুল বাদ দিয়ে জুতা সেলাই করছে—এটা ভাবতেই বুক ফেটে যায়। স্বামীকে যারা মেরেছে, তারা শুধু আমার স্বামীকেই নয়, আমাদের সুখ-শান্তিকেও মেরে ফেলেছে।’
জয়ের বড় বোন নুপুর রানী বলেন, ‘বাবা থাকলে ভাইকে এমন কষ্ট করতে হতো না। এখন তার রোজগারেই সংসার চলছে। উপায় থাকলে আমরা কখনোই জয়কে এই বয়সে কাজ করতে দিতাম না।’
রূপলালের মা লালিচা রানী বলেন, ‘নাতি-নাতনিরা আজ এতিম হয়া গেল। ছোটটা সারাক্ষণ বাপোক ডাকে কান্দে, বড়টাও রাতে ঘুমায় না। ইউএনও স্যার আর বিএনপি যে টেকা দিছে, সেইডা বড় নাতির বিয়ার জন্য জমা রাখছি। কিন্তু সংসার চালানোর আর কোনো উপায় নাই।’
স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, ‘রূপলাল প্রায় এক যুগ আমার দোকানের সামনে বসে জুতা সেলাই করেছেন। খুব সৎ মানুষ ছিলেন। সব সময় সন্তানদের পড়াশোনা নিয়ে ভাবতেন। আজ তাঁর জায়গায় ছেলেকে বসতে দেখে মনে হয়—এটা শুধু একটি পরিবারের নয়, সমাজেরও পরাজয়।’
তারাগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জয় রবিদাস। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুসা সরকার বলেন, ‘আমাদের ছাত্র জয়কে রাস্তায় জুতা সেলাই করতে দেখে মন ভেঙে গেছে। বাবাকে হারানোর কারণেই তাকে পড়াশোনা ছেড়ে সংসারের দায়িত্ব নিতে হলো। এ দৃশ্য সমাজের জন্য এক বড় শিক্ষা।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চলছে। প্রকৃত দোষীরা কেউ ছাড় পাবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা জানান, রূপলালের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে, আরও সহযোগিতার পরিকল্পনা রয়েছে।
৯ আগস্ট রাতে রূপলাল রবিদাস (৪৮) ও তাঁর ভাগনে জামাই প্রদীপ লাল রবিদাস (৪৭) ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলায় তাঁদের ভ্যান চোর সন্দেহে আটক করেন স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের মধ্যে মব গড়ে ওঠে এবং পিটিয়ে হত্যা করা হয় দুজনকে। ১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় মামলা করেন, যেখানে অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চোর সন্দেহে পিটুনিতে নিহত সেই রূপলাল রবিদাসের কিশোর বয়সী ছেলে জয় রবিদাসকে এখন পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। স্কুল বাদ দিয়ে তাকে এখন তার বাবার পুরোনো যন্ত্রপাতি নিয়ে সংসারের দায় মেটাতে জুতা সেলাই করতে দেখা গেছে। রংপুরের তারাগঞ্জ বাজারে ফুটপাতে রাখা পুরোনো কাঠের চৌকিতে বসে জুতা সেলাইয়ের কাজ করে সে।
খোঁজ নিয়ে জানা গেল, তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের ধারে বাজার এলাকায় এ চৌকিই ছিল তার বাবা রূপলাল রবিদাসের জীবনের অবলম্বন। দিনে জুতা সেলাই করতেন, রাতে স্বপ্ন দেখতেন—ছেলেকে একদিন শিক্ষক হিসেবে দেখতে পারবেন। কিন্তু ৯ আগস্ট রাতে ‘ভ্যান চোর সন্দেহে’ মবের হাতে প্রাণ যায় রূপলাল ও তাঁর ভাগ্নে জামাই প্রদীপ লালের। সেদিন থেকে বাবার অসমাপ্ত লড়াইয়ের ভার কাঁধে নিতে হয়েছে স্কুলপড়ুয়া জয়কে। জয় এখন আর স্কুলের বেঞ্চে বসে না। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাজারে বসে জুতা সেলাই করে। আয় হয় তিন শ টাকার মতো। সে টাকায় পাঁচজনের সংসার—মা, ঠাকুরমা ও দুই বোনের মুখে খাবার তুলে দিতে হয় তার।
জয় বলে, ‘বাবা বেঁচে থাকলে হয়তো আজও স্কুলে যেতাম। তিনি স্বপ্ন দেখতেন আমি শিক্ষক হব। কিন্তু এখন সুই-সুতো হাতে সংসারের হাল ধরতে হয়েছে। আমার পড়াশোনা হবে কি না, জানি না, তবে দুই বোনকে পড়াতে চাই।’
জয়ের মা ভারতী রানী বলেন, ‘ঘরে খাবার নাই, আমার ওষুধের প্রয়োজন। সংসারে আর কোনো পুরুষ নেই, জয়ই ভরসা। ছোট ছেলেটা স্কুল বাদ দিয়ে জুতা সেলাই করছে—এটা ভাবতেই বুক ফেটে যায়। স্বামীকে যারা মেরেছে, তারা শুধু আমার স্বামীকেই নয়, আমাদের সুখ-শান্তিকেও মেরে ফেলেছে।’
জয়ের বড় বোন নুপুর রানী বলেন, ‘বাবা থাকলে ভাইকে এমন কষ্ট করতে হতো না। এখন তার রোজগারেই সংসার চলছে। উপায় থাকলে আমরা কখনোই জয়কে এই বয়সে কাজ করতে দিতাম না।’
রূপলালের মা লালিচা রানী বলেন, ‘নাতি-নাতনিরা আজ এতিম হয়া গেল। ছোটটা সারাক্ষণ বাপোক ডাকে কান্দে, বড়টাও রাতে ঘুমায় না। ইউএনও স্যার আর বিএনপি যে টেকা দিছে, সেইডা বড় নাতির বিয়ার জন্য জমা রাখছি। কিন্তু সংসার চালানোর আর কোনো উপায় নাই।’
স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, ‘রূপলাল প্রায় এক যুগ আমার দোকানের সামনে বসে জুতা সেলাই করেছেন। খুব সৎ মানুষ ছিলেন। সব সময় সন্তানদের পড়াশোনা নিয়ে ভাবতেন। আজ তাঁর জায়গায় ছেলেকে বসতে দেখে মনে হয়—এটা শুধু একটি পরিবারের নয়, সমাজেরও পরাজয়।’
তারাগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জয় রবিদাস। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মুসা সরকার বলেন, ‘আমাদের ছাত্র জয়কে রাস্তায় জুতা সেলাই করতে দেখে মন ভেঙে গেছে। বাবাকে হারানোর কারণেই তাকে পড়াশোনা ছেড়ে সংসারের দায়িত্ব নিতে হলো। এ দৃশ্য সমাজের জন্য এক বড় শিক্ষা।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের ধরতেও অভিযান চলছে। প্রকৃত দোষীরা কেউ ছাড় পাবেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা জানান, রূপলালের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে, আরও সহযোগিতার পরিকল্পনা রয়েছে।
৯ আগস্ট রাতে রূপলাল রবিদাস (৪৮) ও তাঁর ভাগনে জামাই প্রদীপ লাল রবিদাস (৪৭) ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলায় তাঁদের ভ্যান চোর সন্দেহে আটক করেন স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের মধ্যে মব গড়ে ওঠে এবং পিটিয়ে হত্যা করা হয় দুজনকে। ১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী তারাগঞ্জ থানায় মামলা করেন, যেখানে অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালের কর্মীরাও পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগের্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
১৬ মিনিট আগেসিলেটের জলাবনখ্যাত রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুল জলাবন এলাকা পরিদর্শন করেন।
২৩ মিনিট আগেনীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের কাজীপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৬ মিনিট আগে