দিনাজপুর প্রতিনিধি
কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। যদিও মাঘ মাস শুরু হতে আরও এক দিন বাকি, কিন্তু দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলের মানুষ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে দিনাজপুরে সূর্যের দেখা নেই বললেই চলে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদিকে দিনাজপুরে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
গত কয়েক দিন ধরেই জেলায় বেড়েছে শীতের দাপট। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার পরিবহন চলছে ধীরগতিতে।
গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের ষষ্ঠীতলা মোড়ে এসেছেন রবিন দাশ। তিনি বলেন, শীতের সকালে গত দুই দিন ধরে এখানে বসে থেকে চলে যাচ্ছি, কাজ পাচ্ছি না। কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে।
রামনগরের ষাটোর্ধ্ব মকসেদুর রহমান বলেন, ‘যে শীত শুরু হইছে, কেমন করি মানুষ বাড়ি থেকে বের হইবে। এইরকম শীত চলিতে থাকিলে হামার মতোন বুড়া মানুষগুলা বাঁচা কঠিন হই যাবে।’
ভ্যানচালক সম্ভু মিয়া বলেন, ‘শীতের কারণে মানুষ বেশির ভাগ কাজ বন্ধ রাখিছে। বাহির হইয়াও ভাড়া পাওয়া যায় না। কিন্তু এইভাবে চলিলে তো না খাই থাকিবা নাগিবে।’
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আজ শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি এটি আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। জেলায় এ সপ্তাহের শেষের দিকে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
কথায় আছে ‘মাঘের শীতে বাঘ কাঁপে’। যদিও মাঘ মাস শুরু হতে আরও এক দিন বাকি, কিন্তু দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলের মানুষ শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে দিনাজপুরে সূর্যের দেখা নেই বললেই চলে। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহনগুলো। শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। এদিকে দিনাজপুরে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জেলা আবহাওয়া অফিস সূত্র জানায়, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে দাঁড়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবং চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
গত কয়েক দিন ধরেই জেলায় বেড়েছে শীতের দাপট। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার পরিবহন চলছে ধীরগতিতে।
গ্রাম থেকে কাজের সন্ধানে দিনাজপুর শহরের ষষ্ঠীতলা মোড়ে এসেছেন রবিন দাশ। তিনি বলেন, শীতের সকালে গত দুই দিন ধরে এখানে বসে থেকে চলে যাচ্ছি, কাজ পাচ্ছি না। কনকনে ঠান্ডায় কাজ না পেয়ে তাই আজকেও ফিরে যাচ্ছি বাড়িতে।
রামনগরের ষাটোর্ধ্ব মকসেদুর রহমান বলেন, ‘যে শীত শুরু হইছে, কেমন করি মানুষ বাড়ি থেকে বের হইবে। এইরকম শীত চলিতে থাকিলে হামার মতোন বুড়া মানুষগুলা বাঁচা কঠিন হই যাবে।’
ভ্যানচালক সম্ভু মিয়া বলেন, ‘শীতের কারণে মানুষ বেশির ভাগ কাজ বন্ধ রাখিছে। বাহির হইয়াও ভাড়া পাওয়া যায় না। কিন্তু এইভাবে চলিলে তো না খাই থাকিবা নাগিবে।’
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আজ শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি এটি আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। জেলায় এ সপ্তাহের শেষের দিকে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩৭ মিনিট আগেহবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী অরূপ চৌধুরীকে মাদক ও ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অরূপ চৌধুরীকে শায়েস্তাগঞ্জ থানার একটি ডাকাতি মামলায় মাধবপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে...
১ ঘণ্টা আগেঅনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে মো. রউফুল মুনশি নামের এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেজানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় একসঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নে
১ ঘণ্টা আগে