নীলফামারী প্রতিনিধি
মধ্যরাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা নীলফামারী। দৃষ্টিসীমা কম থাকায় ধীরগতি চলাচল করছে রেল ও সড়কপথে চলাচলকারী যানবাহনগুলো। ফলে গত দু-দিন ধরে এ অঞ্চলের ট্রেন ও দূরপাল্লার কোচগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে চলাচল করছে। প্রয়োজনীয় দৃষ্টিসীমা না থাকায় দুপুর পর্যন্ত বন্ধ থাকছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।
নীলফামারী রেলওয়ের স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন আজকের পত্রিকাকে জানান, রাতের ঘন কুয়াশার কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। এর ফলে ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর ও মেইল ট্রেনগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে নীলফামারীতে আসছে। আর এ কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে কুয়াশা কেটে গেলে এবং ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের পরবর্তী দিবসে স্বাভাবিক নিয়মে চলাচল করবে।
সৈয়দপুর শহরের দূরপাল্লার নাবিল পরিবহনের কোচ কাউন্টার এজেন্ট রবিউল আউয়াল রবি আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সর্বনিম্ন দুই ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। এতে দূরপাল্লার এসব যাত্রীদের মধ্যে নারী ও শিশুরা ভোগান্তিতে পড়েছে। তবে দিনের বেলায় চলাচলকারী কোচগুলো শিডিউল অনুযায়ী চলাচল করছে।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ২০০ মিটার। ফলে সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ঘন কুয়াশা কেটে গিয়ে প্রয়োজনীয় দৃষ্টিসীমার আওতায় এলে স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল। আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীতের কারণে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ ভোগান্তিতে পড়েছে। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। বিশেষ করে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদী অববাহিকার লোকজন বেশি কষ্ট পাচ্ছে।
মধ্যরাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা নীলফামারী। দৃষ্টিসীমা কম থাকায় ধীরগতি চলাচল করছে রেল ও সড়কপথে চলাচলকারী যানবাহনগুলো। ফলে গত দু-দিন ধরে এ অঞ্চলের ট্রেন ও দূরপাল্লার কোচগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে চলাচল করছে। প্রয়োজনীয় দৃষ্টিসীমা না থাকায় দুপুর পর্যন্ত বন্ধ থাকছে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা।
নীলফামারী রেলওয়ের স্টেশন মাস্টার ওবায়দুল ইসলাম রতন আজকের পত্রিকাকে জানান, রাতের ঘন কুয়াশার কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। এর ফলে ঢাকা, খুলনা ও রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর ও মেইল ট্রেনগুলো এক থেকে দুই ঘণ্টা বিলম্বে নীলফামারীতে আসছে। আর এ কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে কুয়াশা কেটে গেলে এবং ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধের পরবর্তী দিবসে স্বাভাবিক নিয়মে চলাচল করবে।
সৈয়দপুর শহরের দূরপাল্লার নাবিল পরিবহনের কোচ কাউন্টার এজেন্ট রবিউল আউয়াল রবি আজকের পত্রিকাকে জানান, ঘন কুয়াশায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো সর্বনিম্ন দুই ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। এতে দূরপাল্লার এসব যাত্রীদের মধ্যে নারী ও শিশুরা ভোগান্তিতে পড়েছে। তবে দিনের বেলায় চলাচলকারী কোচগুলো শিডিউল অনুযায়ী চলাচল করছে।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন আজকের পত্রিকাকে বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ২০০ মিটার। ফলে সাময়িকভাবে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ঘন কুয়াশা কেটে গিয়ে প্রয়োজনীয় দৃষ্টিসীমার আওতায় এলে স্বাভাবিক হবে ফ্লাইট চলাচল। আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীতের কারণে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ ভোগান্তিতে পড়েছে। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে। সরকারি ও বেসরকারিভাবে এখনো কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। বিশেষ করে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদী অববাহিকার লোকজন বেশি কষ্ট পাচ্ছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে