শিপুল ইসলাম, রংপুর
রংপুর সিটি করপোরেশনে (রসিক) গত মঙ্গলবারের নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। হারিয়েছেন জামানতও। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মুখরক্ষা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরের মোট ৪৪ টির মধ্যে ১৩টি পদ পেয়েছে আওয়ামী লীগ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ৪৩ পদে ভোট হয়। এতে স্বতন্ত্র ২০, আওয়ামী লীগের ১২, জাতীয় পার্টির ৯ ও বাসদের একজন নির্বাচিত হন। স্বতন্ত্রের মধ্যে একজন বিএনপি ও একজন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচন হবে।
সাধারণ কাউন্সিলর পদে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরোয়ার মির্জা, ৪ নম্বরে হারাধন চন্দ্র রায়, ১৩ নম্বরে ফজলে এলাহী, ১৫ নম্বরে জাকারিয়া আলম, ১৬ নম্বরে আমিনুর রহমান, ১৭ নম্বরে আবদুল গাফফার, ২০ নম্বরে তৌহিদুল ইসলাম, ২৪ নম্বরে রফিকুল ইসলাম, ২৮ নম্বরে শাহাদত হোসেন, ২৯ নম্বরে হারুন অর রশিদ, ২২ নম্বরে মিজানুর রহমান, ৩২ নম্বরে শাহাদৎ হোসেন। সেই সঙ্গে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টি থেকে কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বরে আসেক আলী, ১৯ নম্বরে মাহমুদুর রহমান, ২১ নম্বরে মাহাবুবার রহমান, ৩১ নম্বরে সামসুল হক ও ৩৩ নম্বরে মিনাজুল ইসলাম।
জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান, ৬ নম্বরে আবু হাসান চঞ্চল, ৭ নম্বরে আনোয়ারুল ইসলাম, ৮ নম্বরে আফসার আলী, ৯ নম্বরে নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নম্বরে কামরুজ্জামান, ১১ নম্বরে ওয়াজেদুল আরেফীন, ১২ নম্বরে মকবুল হোসেন (বিএনপি), ১৮ নম্বরে মাসুদ রানা, ২৩ নম্বরে লিটন পারভেজ (যুবদল), ২৫ নম্বরে নুরুন্নবী ফুলু ও ২৭ নম্বরে রেজওয়ার আল মেহেদী। বাসদ থেকে জয় পেয়েছেন ১৪ নম্বরে মমদেল হোসেন সরকার।
সংরক্ষিত নারী কাউন্সিল পদে নির্বাচিত ১১ জনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দিলারা বেগম, ২ নম্বরে সুলতানা পারভিন, ৪ নম্বরে শামীমা আকতার, ৫ নম্বরে মোসলেমা বেগম, ৬ নম্বরে জাহেদা আনোয়ারী, ৯ নম্বরে মনোয়ারা সুলতানা, ১০ নম্বরে সাজমিন নাহার শিউলি ও ১১ নম্বরে ঝরনা খাতুন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া ৩ নম্বরে মোছলেমা বেগম, ৭ নম্বরে ফেরদৌসী বেগম ও ৮ নম্বরে হাসনা বানু জাপার হয়ে জয়ী হন।
রংপুর সিটি করপোরেশনে (রসিক) গত মঙ্গলবারের নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। হারিয়েছেন জামানতও। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মুখরক্ষা হয়েছে। সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরের মোট ৪৪ টির মধ্যে ১৩টি পদ পেয়েছে আওয়ামী লীগ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের একজন নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ৪৩ পদে ভোট হয়। এতে স্বতন্ত্র ২০, আওয়ামী লীগের ১২, জাতীয় পার্টির ৯ ও বাসদের একজন নির্বাচিত হন। স্বতন্ত্রের মধ্যে একজন বিএনপি ও একজন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচন হবে।
সাধারণ কাউন্সিলর পদে জয়ী আওয়ামী লীগের প্রার্থীরা হলেন ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরোয়ার মির্জা, ৪ নম্বরে হারাধন চন্দ্র রায়, ১৩ নম্বরে ফজলে এলাহী, ১৫ নম্বরে জাকারিয়া আলম, ১৬ নম্বরে আমিনুর রহমান, ১৭ নম্বরে আবদুল গাফফার, ২০ নম্বরে তৌহিদুল ইসলাম, ২৪ নম্বরে রফিকুল ইসলাম, ২৮ নম্বরে শাহাদত হোসেন, ২৯ নম্বরে হারুন অর রশিদ, ২২ নম্বরে মিজানুর রহমান, ৩২ নম্বরে শাহাদৎ হোসেন। সেই সঙ্গে ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জাতীয় পার্টি থেকে কাউন্সিলর হলেন ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩ নম্বরে আসেক আলী, ১৯ নম্বরে মাহমুদুর রহমান, ২১ নম্বরে মাহাবুবার রহমান, ৩১ নম্বরে সামসুল হক ও ৩৩ নম্বরে মিনাজুল ইসলাম।
জয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান, ৬ নম্বরে আবু হাসান চঞ্চল, ৭ নম্বরে আনোয়ারুল ইসলাম, ৮ নম্বরে আফসার আলী, ৯ নম্বরে নজরুল ইসলাম দেওয়ানী, ১০ নম্বরে কামরুজ্জামান, ১১ নম্বরে ওয়াজেদুল আরেফীন, ১২ নম্বরে মকবুল হোসেন (বিএনপি), ১৮ নম্বরে মাসুদ রানা, ২৩ নম্বরে লিটন পারভেজ (যুবদল), ২৫ নম্বরে নুরুন্নবী ফুলু ও ২৭ নম্বরে রেজওয়ার আল মেহেদী। বাসদ থেকে জয় পেয়েছেন ১৪ নম্বরে মমদেল হোসেন সরকার।
সংরক্ষিত নারী কাউন্সিল পদে নির্বাচিত ১১ জনের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে দিলারা বেগম, ২ নম্বরে সুলতানা পারভিন, ৪ নম্বরে শামীমা আকতার, ৫ নম্বরে মোসলেমা বেগম, ৬ নম্বরে জাহেদা আনোয়ারী, ৯ নম্বরে মনোয়ারা সুলতানা, ১০ নম্বরে সাজমিন নাহার শিউলি ও ১১ নম্বরে ঝরনা খাতুন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ ছাড়া ৩ নম্বরে মোছলেমা বেগম, ৭ নম্বরে ফেরদৌসী বেগম ও ৮ নম্বরে হাসনা বানু জাপার হয়ে জয়ী হন।
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ সেকেন্ড আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৮ মিনিট আগে