Ajker Patrika

লালমনিরহাটে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতন, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৯: ৪২
লালমনিরহাটে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতন, লজ্জায় কলেজছাত্রীর আত্মহত্যা

তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় লজ্জায় লালমনিরহাটে ইসরাত জাহান মৌফিক (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আত্মহত্যার প্ররোচনার দায়ে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে গত বুধবার নিজ ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

কলেজছাত্রী ইসরাত জাহান মৌফিক লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আব্দুল মতিন মণ্ডলের মেয়ে। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে আব্দুল মতিন মণ্ডলের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। গত বুধবার সকালে সুলতান মণ্ডলদের হাঁস মতিন মণ্ডলের আমন ধান খেত নষ্ট করছিল। বিষয়টি দেখে ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেন ইসরাত জাহান মৌফিক। এ কারণে ইসরাতকে একা পেয়ে বিবস্ত্র করে মারধর ও নির্যাতন করেন সুলতান মণ্ডলরা। এ সময় এগিয়ে গেলে ইসরাতের মাকে মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

মামলায় উল্লেখ করা হয়, ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অপমানিত বোধ করেন। এ কারণে লজ্জায় তিনি রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে ফিরে তাঁর বাবা মতিন মণ্ডল ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ইসরাতের বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারধর করা হয়। এ লজ্জায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত