লালমনিরহাট প্রতিনিধি
তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় লজ্জায় লালমনিরহাটে ইসরাত জাহান মৌফিক (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আত্মহত্যার প্ররোচনার দায়ে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে গত বুধবার নিজ ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কলেজছাত্রী ইসরাত জাহান মৌফিক লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আব্দুল মতিন মণ্ডলের মেয়ে। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে আব্দুল মতিন মণ্ডলের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। গত বুধবার সকালে সুলতান মণ্ডলদের হাঁস মতিন মণ্ডলের আমন ধান খেত নষ্ট করছিল। বিষয়টি দেখে ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেন ইসরাত জাহান মৌফিক। এ কারণে ইসরাতকে একা পেয়ে বিবস্ত্র করে মারধর ও নির্যাতন করেন সুলতান মণ্ডলরা। এ সময় এগিয়ে গেলে ইসরাতের মাকে মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
মামলায় উল্লেখ করা হয়, ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অপমানিত বোধ করেন। এ কারণে লজ্জায় তিনি রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে ফিরে তাঁর বাবা মতিন মণ্ডল ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ইসরাতের বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারধর করা হয়। এ লজ্জায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তুচ্ছ ঘটনার জেরে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় লজ্জায় লালমনিরহাটে ইসরাত জাহান মৌফিক (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে আত্মহত্যার প্ররোচনার দায়ে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে গত বুধবার নিজ ঘর থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কলেজছাত্রী ইসরাত জাহান মৌফিক লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের আব্দুল মতিন মণ্ডলের মেয়ে। তিনি স্থানীয় কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী সুলতান মণ্ডল, সিরাজ আলী মণ্ডল ও শাহজাহান আলীর সঙ্গে আব্দুল মতিন মণ্ডলের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। গত বুধবার সকালে সুলতান মণ্ডলদের হাঁস মতিন মণ্ডলের আমন ধান খেত নষ্ট করছিল। বিষয়টি দেখে ধানখেত থেকে হাঁস তাড়িয়ে দেন ইসরাত জাহান মৌফিক। এ কারণে ইসরাতকে একা পেয়ে বিবস্ত্র করে মারধর ও নির্যাতন করেন সুলতান মণ্ডলরা। এ সময় এগিয়ে গেলে ইসরাতের মাকে মারধর করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
মামলায় উল্লেখ করা হয়, ইসরাত জাহান মৌফিক গ্রামবাসীর সামনে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অপমানিত বোধ করেন। এ কারণে লজ্জায় তিনি রাতে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। হাসপাতাল থেকে ফিরে তাঁর বাবা মতিন মণ্ডল ঘরে মেয়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় ইসরাতের বাবা আব্দুল মতিন মণ্ডল বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ গতকাল শুক্রবার রাতে সদর থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারধর করা হয়। এ লজ্জায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের
৭ মিনিট আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২৫ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
২৯ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৪০ মিনিট আগে