নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারের পর জাকির হোসেন অমিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবির কাছে তদন্তাধীন নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি তাঁকে আদালতে তুলবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার জাকির হোসেন অমির গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি মহানগরীর ছোট বনগ্রাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। মাদকাসক্ত ও টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে ২০২২ সালের ১৯ অক্টোবর তাঁকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৬ জানুয়ারি রাতে অমিকে তাঁর বাসার সামনে থেকে অপহরণ করা হয়। পরে র্যাব ও পুলিশ তাঁকে উদ্ধার করে। এ সময় আব্দুর রশিদ (৫০) ও তাঁর গাড়িচালক মীম ইসলামকে (৩০) গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন অমির বাবা আমির হোসেন।
অভিযুক্ত আব্দুর রশিদ রাজশাহীর সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ। তাঁর সঙ্গে জমির ব্যবসা করেন অমি। জমি ও প্লট বিক্রির টাকার লেনদেন–সংক্রান্ত বিরোধ থেকে অমিকে তুলে নিয়ে ২ কোটি ৭০ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন রশিদ। এ ঘটনা জানাজানি হলে নতুন করে আলোচনায় আসেন সাবেক এই ছাত্রলীগ নেতা।
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারের পর জাকির হোসেন অমিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ডিবির কাছে তদন্তাধীন নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবি তাঁকে আদালতে তুলবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার জাকির হোসেন অমির গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি মহানগরীর ছোট বনগ্রাম এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। মাদকাসক্ত ও টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে ২০২২ সালের ১৯ অক্টোবর তাঁকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১৬ জানুয়ারি রাতে অমিকে তাঁর বাসার সামনে থেকে অপহরণ করা হয়। পরে র্যাব ও পুলিশ তাঁকে উদ্ধার করে। এ সময় আব্দুর রশিদ (৫০) ও তাঁর গাড়িচালক মীম ইসলামকে (৩০) গ্রেপ্তার করে র্যাব। পরে তাঁদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন অমির বাবা আমির হোসেন।
অভিযুক্ত আব্দুর রশিদ রাজশাহীর সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ। তাঁর সঙ্গে জমির ব্যবসা করেন অমি। জমি ও প্লট বিক্রির টাকার লেনদেন–সংক্রান্ত বিরোধ থেকে অমিকে তুলে নিয়ে ২ কোটি ৭০ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন রশিদ। এ ঘটনা জানাজানি হলে নতুন করে আলোচনায় আসেন সাবেক এই ছাত্রলীগ নেতা।
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেসকালের দিকেই লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয়। আইনজীবী বারবার লতিফ সিদ্দিকীর পক্ষে মামলা পরিচালনার জন্য গেলেও তিনি জানান, আদালতের প্রতি তাঁর আস্থা নেই। আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই। এ জন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করবেন না।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শিক্ষার্থী সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেশ সাড়াও পাচ্ছেন ঘনিষ্ঠদের। তবে ভোটের পরিবেশ নিয়ে রয়েছে ভয়। এই ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশনকে তৎপর হওয়া
২ ঘণ্টা আগেবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার ৪টি রুটে বাস চলাচল বন্ধের পর আবার চালু হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।
২ ঘণ্টা আগে