জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দিনদুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার রায় ঘোষণার পরপরই আদালত চত্বর থেকে জেলা বিএনপির নেতা–কর্মীরা জয়পুরহাট শহরে একটি আনন্দ মিছিল বের করেন।
মামলার নথি ও সংক্ষিপ্ত বিবরণ এবং পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে লন্ডনে বিএনপি আয়োজিত একটি সেমিনারে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে একই বছরে ১৭ ডিসেম্বর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলায় এক কোটি টাকার সম্মানহানির দাবি জানান বাদী। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে জয়পুরহাট সদর থানায় ২০১৫ সালের ২৮ মে বৃহস্পতিবার বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দাখিল করা ওই মামলাটি রেকর্ড করা হয়। পরে মামলাটি তদন্ত করেন তৎকালীন এসআই মোখলেছুর রহমান। এরপর তিনি ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।
এ মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন পাবলিক প্রসিকিউটর (পিপি), এ টি এম মুজাহিদুল আলম মুনা এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন নাজমুল ইসলাম জনি।
জয়পুরহাট আদালতের পিপি শাহানুর রহমান শাহিন জানান, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আনীত মামলার কোনো ভিত্তি ছিল না। আদালতের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপ ছিল। ফলে ন্যায়বিচার থেকে তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছিল। আজ আদালত মামলাটি পর্যালোচনা করেন। পর্যালোচনায় দেখা যায়, যে তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছিল, মামলার তদন্তকারী কর্মকর্তা সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাই বিজ্ঞ আদালত এ মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন।
জয়পুরহাট আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দিনদুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।
মামলার রায় ঘোষণার পরপরই আদালত চত্বর থেকে জেলা বিএনপির নেতা–কর্মীরা জয়পুরহাট শহরে একটি আনন্দ মিছিল বের করেন।
মামলার নথি ও সংক্ষিপ্ত বিবরণ এবং পুলিশ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে লন্ডনে বিএনপি আয়োজিত একটি সেমিনারে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে একই বছরে ১৭ ডিসেম্বর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলায় এক কোটি টাকার সম্মানহানির দাবি জানান বাদী। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে জয়পুরহাট সদর থানায় ২০১৫ সালের ২৮ মে বৃহস্পতিবার বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দাখিল করা ওই মামলাটি রেকর্ড করা হয়। পরে মামলাটি তদন্ত করেন তৎকালীন এসআই মোখলেছুর রহমান। এরপর তিনি ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ বুধবার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ রায় ঘোষণা করেন।
এ মামলায় সরকারি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন পাবলিক প্রসিকিউটর (পিপি), এ টি এম মুজাহিদুল আলম মুনা এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন নাজমুল ইসলাম জনি।
জয়পুরহাট আদালতের পিপি শাহানুর রহমান শাহিন জানান, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আনীত মামলার কোনো ভিত্তি ছিল না। আদালতের ওপর বিগত ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপ ছিল। ফলে ন্যায়বিচার থেকে তারেক রহমানকে বঞ্চিত করা হয়েছিল। আজ আদালত মামলাটি পর্যালোচনা করেন। পর্যালোচনায় দেখা যায়, যে তথ্যের ভিত্তিতে মামলাটি করা হয়েছিল, মামলার তদন্তকারী কর্মকর্তা সে বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাই বিজ্ঞ আদালত এ মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে