Ajker Patrika

কর্মীদের নৈশভোজ: স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতাকে ইসির শোকজ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০: ০৮
কর্মীদের নৈশভোজ: স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতাকে ইসির শোকজ 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলামকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার তাঁকে নোটিশটি পাঠান ওই আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ এম সারওয়ার জাহান। একই সঙ্গে কাল শুক্রবার বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। 

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর গত কয়েক দিন ধরে তাঁর কর্মী-সমর্থকেরা উপজেলার বিভিন্ন এলাকায় রাতে ভোজের আয়োজন করেন। এসব আয়োজনে অংশ নিয়েছেন ৫০-২০০ জন। এমনকি এসব ভোজ আয়োজনের তথ্য, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করছেন কর্মী-সমর্থকেরা। 

নির্বাচনী আচরণবিধ অনুযায়ী, ভোটারদের কোনো কোমল পানীয় বা খাদ্য পরিবেশন বা উপহার দেওয়া যাবে না। কিন্তু নির্বাচনী প্রচারণা চালানোর নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচনী প্রচারণা চালানো এবং প্রচারণার উদ্দেশ্যে নৈশভোজের আয়োজন করে গণজমায়েত করায় আচরণ বিধিমালার ৬ (খ), (গ), ১০ (চ) ও ১২-এর লঙ্ঘন। 

এর আগে গত ২ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এ বিষয়ে কথা বলতে সৈয়দ নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত