Ajker Patrika

ঈশ্বরদীতে ২ ট্রেনের সংঘর্ষ: ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার, ইঞ্জিন উদ্ধার 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৪: ১০
ঈশ্বরদীতে ২ ট্রেনের সংঘর্ষ: ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার, ইঞ্জিন উদ্ধার 

পাবনার ঈশ্বরদীতে দুই মালবাহী ট্রেনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত একটি ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে এসব কাজ করে কর্তৃপক্ষ। 

রেললাইন সংস্কার ও ইঞ্জিন উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী প্রকৌশলী (এইএন) মো. শিপন আলী। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার আগেই ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ক্রেন শহরের রেলগেট লেভেল ক্রসিং গেটের অদূরে ডাউন লাইনে (নিম্নমুখী) এই অভিযান সম্পন্ন করা হয়।’ 

শিপন আলী আরও বলেন, ‘দুর্ঘটনার সাড়ে ছয় ঘণ্টা পর ঈশ্বরদী-পাকশী-খুলনা রেললাইনে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও চাকা ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে ডাউন লাইনের দক্ষিণে। যেকোনো সময় ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি ডাউন লাইন থেকে সরিয়ে নেওয়া হবে।’ 

দুর্ঘটনায় ডাউন লাইনের ১০৩/এবি পয়েন্টে রেললাইন ও কিছু ফিটিংস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান শিপন আলী। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে দ্রুত সময়ের মধ্যে ১৮ মিটার রেললাইন পরিবর্তন করে পুনরায় লাইন লাগানো হয়েছে। খুব শিগগিরই ঈশ্বরদী-খুলনা ডাউন লাইন চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ 

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শহরের রেলগেট সংলগ্ন লেভেল ক্রসিংয়ের কাছে মালবাহী ও তেলবাহী খালি ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খুলনা, ঈশ্বরদী, ঢাকাসহ উত্তরাঞ্চলের সঙ্গে সাড়ে ছয় ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত